পাতা:চন্দ্রনাথ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চন্দ্রনাথ છરે , তিনি ফিরিয়া বলিলেন, ७हे । তার সঙ্গে কখন দেখা হতে পারে, বলে দিতে পারেন ? আমারই নাম মণিশঙ্কর। লোকটা সসম্ভ্রমে নমস্কার করিয়া বলিল, আপনার কাছেই এসেছি । মণিশঙ্কর তাহার আপাদমস্তক বার বার নিরীক্ষণ করিয়া বললেন, কাণী থেকে কি আসছ বাপু ! अणख हैं । দয়াল পাঠিয়েছে ? অজ্ঞে ছা । টাকার জন্ত এসেচ ? আজ্ঞে ই । - মণিশঙ্কর মৃদ্ধ হাসিয়া বলিলেন, তবে আমার কাছে কেন ? লোকটি ঘাড় দাড়িয়া কহিল,না। দয়াল ঠাকুর বলে দিয়েচেন, আপনি টাকা পাবার স্ববি করে দিতে পাবেন। .. মণিশর ক্রকুঞ্চিত করিয়া বললেন,পাব। তবে ভেতরে এস। ছুইজনে নির্জন-কক্ষে দ্বার রুদ্ধ করিয়া বসিলেন। মণিশঙ্কর বলিলেন, সমস্ত তবে সত্য ? - সমস্ত সত্য বলিয়া সে কয়েকখানা, পত্র বাছির করি । লি। মণিশঙ্কর তা আগাগোড়া পাঠ করিা নিলেন, আৰু बॆषां cदि । - * . "