পাতা:চন্দ্রনাথ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$$లి বিংশ পরিচ্ছেদ লেন। মনে হইতেছিল বের্ন এইবার একটি ক্ষুদ্র কোমল দেহু তাহার পিঠের উপর বাপাইয় পড়িবে। শম্ভু মিশির বিলম্ব দেখিয়া বলিল, বাবুজী, পেয়াদা নাছি বাচানে পাবে। বৃদ্ধের চমক ভাঙ্গিল, তাই ত বোড়ে দুটো সারা গেল ! তাহার পর খেলা শেষ হইল। মিশিরজী জয়ী হইলেন, কিন্তু আনন্দিত হইলেন না। বলগুলা সরাইয়া দিয়া বলিলেন, বাবুজী, দোসর দিন খেলা হবে । আজ আপনা তবিয়ৎ বহুৎ বে-স্থৱন্ত, . মেজাজ একদম দিক্‌ আছে। বাড়ি ফিরিয়া যাইতে দুই প্রহর হইল। মনে হইতেছিল বিশু ত নাই, তবে আর তাড়াতাড়ি কি ? বাড়িতে প্রবেশ করিয়া দেখিলেন,গৰীয়ার মা এক রন্ধনশালার বসিয়া পাকের ধোগাড় করিতেছে । আজ তাহাকে নিজে "ধিতে হুইবে, নিজে বাড়িয়া থাইতে হইবে। একা আহার করিতে হইবে। ইচ্ছামত আহার করিবেন, তাড়াতাড়ি নাই, পীড়াপীড়ি নাই, বিশ্বেশ্বরের দৌরাত্ম্যের ভয় নাই। বড় স্বাধীন। কিন্তু এবে ভাল লাগে না। রান্নাঘরে ঢুকিয়া দেখিলেন, এক মুঠ চাল, দুটা আলু, ছুটী পটল, খানিকট ডাল বাট ; চোখ ফাটিয়া জল ifদল, মনে পড়িল দুই বৎসর আগেকার কথা ! তখন এমনি মিজের জন্ত নিজের রাধিতে হইত, এই লখীয়ার মা-ই আয়োজন কড়ি দিত। কিন্তু তখন বিশু আসেও নাই, চলিয়াও বায় নাই। গলতলায় তাহার ক্ষুদ্র খেল-ধর এখনও বাধা আছে। টাে ভগ্ন বট, একটা ছিন্ন হস্তপদ মাটির পুতুল, একটা ছপয়সা ゲ