পাতা:পণ্ডিতমশাই-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

iম পরিচ্ছেদ * তাই করবে! এই বিয়ে, এই কণ্ঠী-বদল ; আবার ੇ, আমার : বদল ; যাও, ওসব আমার স্বমুখে তুলো না। বাড়লের উনি আমার ” নয় ; আমার স্বামী মরেছে, আমি বিধবা। নিরীহ কুঞ্জ আর কথা কহিতে পারে না। তাছার এই শিক্ষিতা . জম্বিনী ভগিনীটির সুমুখে, সে কেমন যেন থতলত থাইয়া যায় । তথাপি ন ভাবুে, আর এক রকম করিয়া । সে বড় দুঃখী ; এই দুখানি { ং তৎসংলগ্ন অতি ক্ষুদ্র একখানি আম-কাটালের নাগান ছাড়া སྨt༈ ༑ ছার কিছু নাই । অতএব নগদ এতগুলি টাকা এবং এত জোড় । f-চাদর, তাহার কাছে সোজা ব্যাপার নহে। তবুও এই প্রলোভন ড্রাও, সে তাই সি একমাত্র মেঠ” সামগ্রীকে এই ভাল দুপতি vপ্রতিষ্ঠিত করিয, তাঙ্গকে দেখিয়া, নি3ে_xমুখী । iষ্টতে চাহে । - for কণ্ঠ-বর্ণ তাছাদের সমাজে চল আছে, তাই তাই মাছ-কাজ রিয়া গিয়াছিল ; কিন্তু সে যখন মরিয়া এবং বৃন্দাবন, কুসুমের স্বামী, থন এত সাধাসাধি করিতেছে, তখন ফেন যে কুসুম এত বড় সুধোগের প্রতি দৃকপাত করিতেছে না, তাহা সে কোন মতেই ভাবিয়া পায় না ! শুধু সমাজের ফৌজদার ও ছড়িদারের মত ইয়া, কিছু মালদ-ভোগ দেওয়া । ব্যয়ভার সমস্তই বৃন্দাবন বহিবে ;.তারপর এই দুঃখ-কষ্টের সংস্থার ছাড়িয়া, একেবারে রাজরাণী হইয়া বfসবে । কুসুম কি বোকা । আহা; সে যদি কুসুম ইহঁতে পারিত ! এমনই করিয়া কুঞ্জ প্রতিদিনই চিস্ত করে । • . কুঞ্জ ফেরিওয়ালার ব্যবসা করে । একটি বড় ধামায় ঘুসি, মালা, চিরুণী, কেীট, সিন্দু, তেলের মসলা, শিশুদের জন্য ছোট বড় পুতুল প্রভৃতি পণ্যদ্রব্য এবং কুসুমের হাতের নানাবিধ স্থচের কারুকার্য্য,