পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দশম সম্ভার).djvu/২৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

भों★लांबू कडण গয়া কহিল, আমাকে শুধু আমার জ্যাঠাইমা ভালবাসে, আর কেউ না। দারোগ প্রশ্ন করিল, তবে জ্যাঠাইমাকে মেয়েচ কেন ? গয়া বলিল, ন, মারিনি । কবাটের আড়ালে গঙ্গামণি দাড়াইয়াছিলেন, সেইদিকে চাহিয়া কহিল, তোকে আমি কখন মেরেচি জ্যাঠাইমা ? পাচু নিকটে বসিয়াছিল, সে একটু কটাক্ষে চাহিয়া কহিল, দিদি, হুজুর জিজ্ঞেসা করচেন, সত্যি কথা বল। ও কাল দুপুরবেলা বাড়ি চড়াও হয়ে—কাঠের বাড়ি তোমাকে মারেনি ? ধৰ্ম্মাবতারের কাছে যেন মিথ্যা কথা ব’লে না । গঙ্গামণি অফুটে যাহা কহিলেন, পাচু তাহাই পরিস্ফুট করিয়া বলিল, ই হুজুর, আমার দিদি বলচেন, ও মেরেচে। গয়া অগ্নিমূৰ্ত্তি হইয়া চেচাইয়া উঠিল, আখ, পেচে, তোর আমি না পা ভাঙি ত— রাগে কথাটা তার সম্পূর্ণ হইতে পাইল না—কাদিয়া ফেলিল । পাচু উত্তেজিত হইয়া বলিয়া উঠিল, দেখলেন হুজুর । দেখলেন ! হজুরের স্বমুখেই বলচে পা ভেঙে দেবে—আড়ালে ও খুন করতে পারে। ওকে বাধবার হুকুম হোক। দারোগা শুধু একটু হাসিলেন। গয়া চোখ মুছিতে মুছিতে বলিল, আমার মা নেই তাই ! নইলে—এবারেও, কথাটা তাহার শেষ হইতে পারিল না । যে মাকে তাহার মনেও নাই, মনে করিবার কখনও প্রয়োজনও হয় নাই, আজ বিপদের দিনে অকস্মাৎ তাহাকেই ডাকিয় সে ঝরঝর করিয়া কাদিতে লাগিল । দ্বিতীয় আসামী শঙ্কুর বিরুদ্ধে কোন কথাই প্রমাণ হইল না। দায়োগাবাবু আদালতে নালিশ করিবার হুকুম দিয়া রিপোর্ট লিখিয়া লইয়া চলিয়া গেলেন। পাচু মামলা চালানোর, তাহার যথারীতি তদ্বিরাদির দায়িত্ব গ্রহণ করিল এবং তাহার ভগিনীর প্রতি গুরুতর অত্যাচারের জন্ত গয়ার যে কঠিন শাস্তি হইবে, এই কথা চতুদিকে বলিয়া বেড়াইতে লাগিল । কিন্তু গয়া সম্পূর্ণ নিরুদেশ। পাড়া-প্রতিবেশীর শিবুর এই আচরণের নিন্দ করিতে লাগিল। শিবু তাহাদের সহিত লড়াই করিয়া বেড়াইতে লাগিল, শিবুর স্ত্রী একেবারে চুপচাপ । সেদিন গয়ার দূর-সম্পর্কের এক মাসী খবর শুনিয়া শিবুর বাড়ি বহিয় তাহার স্ত্রীকে যা ইচ্ছা তাই বলিয়া গালি-গালাঙ্গ করিয়া গেল, কিন্তু গঙ্গামণি একেবারে নির্বাক ङ्हेब ब्रश्णि । - শিৰু পাশের বাড়ির লোকের কাছে এ-কথা শুনিয়া রাগ করিয়া স্ত্রীকে কহিল, তুই চুপ করে রইলি ? একটা কথাও বললিনে ? 令g> 》●哥一姆及