পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দশম সম্ভার).djvu/২৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○豆にさFーマ| সেবার দেশময় রটে গেল যে, তিনটি শিশু বলি না দিলে রূপানারায়ণের উপর রেলের পুল কিছুতেই বাধা যাচ্ছে না। দুটি ছেলেকে জ্যান্ড থামের নীচে পোত হয়ে গেচে, বাকী শুধু একটি। একটি সংগ্রহ হলেই পুল তৈরী হয়ে যায়। শোনা গেল, রেল-কোম্পানীর নিযুক্ত ছেলেধরার সহরে ও গ্রামে ঘুরে বেড়াচ্চে। তারা কখন এবং কোথায় এসে হাজির হবে, কেউ বলতে পারে না । তাদের কারোয় পোষাক ভিখিরীর, কারও বা সাধু-সন্ন্যাসীর, কেউ বা বেড়ায় লাঠি-হাতে ডাকাতের মত—এ জনশ্রুতি পুরানো, সুতরাং কাছাকাছি পল্লীবাসীর ভয়ের ও সন্দেহের সীমা রহিল না যে, এবার হয়ত তাদের পালা, তাদের ছেলেপূলেই হয়ত পুলের তলায় পোত্তা যাবে । কারও মনে শাস্তি নেই, সব বাড়িতেই কেমন একটা ছমছম্ভাব। আবার তার উপরে আছে খবরের কাগজের খবর। কলকাতায় যার চাকুরি করে তারা এসে জানায়, সেদিন বউবাজারে একটা ছেলেধরা ধরা পড়েচে, কাল কড়েয়ায় আর একটা লোককে হাতে-নাতে ধরা গেছে, সে ছেলে ধরে ঝুলিতে পুরছিল। এমনি কত খবর । কলকাতার অলিতে-গলিতে সন্দেহক্রমে কত নিরীহের প্রতি কত অত্যাচারের খবর লোকের মুখে মুখে আমাদের দেশে এসে পৌছল। এমনি যখন অবস্থা তখন আমাদের দেশেও হঠাৎ একটা ঘটনা ঘটে গেল। সেইটে বলি। পথের অদূরে একটা বাগানের মধ্যে বাস করেন বৃদ্ধ মুখুয্যে-দম্পতি। ছেলে-পুলে নেই, কিন্তু সংসারে ও সাংসারিক সকল ব্যাপারে আশক্তি আঠারো জানা । ভাইপোকে আলাদা করে দিয়েছেন, কিন্তু আর কিছুই দেননি। দেবেন এ-কল্পনাও র্তাদের নেই । সে এসে মাঝে মাঝে দাবী করে ঘাট-বাট-তৈজসপত্র ; খুড়ি চেচিয়ে হাট বধিয়ে দিয়ে লোকজন জড়ো করেন, বলেন হীরু জামাদের মারতে এসেছিল। হীরু বলে, সেই ভাল—মেরেই একদিন সমস্ত আদায় করব। এমনি করে দিন যায় । - সেদিন সকালে ঝগড়ার চূড়ান্ত হয়ে গেল। হীরু উঠানে দাড়িয়ে বললে, শেষ বেলা বলটি খুড়ো, আমার ভাষ্য পাওনা দেবে কি না বল ? খুঁড়ো বললেন, তোয় কিছু নেই। \ፃእ