পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দশম সম্ভার).djvu/২৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাল্যক লের গল্প কোনরূপ ব্যাঘাত হয়, এই ভয়েই আড়ষ্ট হইয়া বলিয়: রহিলেন এবং অবিশ্রাম চেচামেচি করিয়া হুকুম করিতে লাগিলেন। আরও বিপদ-গঙ্গার রুচিকর হাওয়ায় বাৰুর ক্ষুধার উদ্রেক হইল এবং দেখিতে পেখিতে সে ক্ষুধা অবিশ্রাম বকুনির চোটে একেবারে ভীষণ হইয়া উঠিল ; এদিকে চলিতে চলিতে রাত্রিও প্রায় দশটা হইয়া গেছে— থিয়েটারে পৌছাইতে রাত্রি দুটো বাজিয়া যাইবে শুনিয়া বাবু প্রায় ক্ষিপ্ত হইয়া উঠিলেন। রাত্রি যখন এগারটা, তখন কোলকাতার বাবু প্রায় কাবু হইয়া বলিলেন, "ই রে ইন্দ্র, এদিকে খোট্টা-মোটাদের বস্তি-টস্তি নেই ? মুড়ি-টুড়ি পাওয়া যায় না ?” ইন্দ্ৰ কহিল, “সামনেই একটা বেশ বড় বন্তি নতুন-দা, সব জিনিস পাওয়া যায়।” “তবে লাগ লাগা—ওরে ছাড়া—ঐ–টান না একটু জোরে—ভাত খাপনে ? ইঙ্গ, বল না তোর ঐ ওটাকে একটু জোর করে টেনে নিয়ে চলুক।” ইন্দ্র কিংবা অামি কেহই তাহার জবাব দিলাম না । যেমন চলিতেছিলাম তেমনি ভাবেই অনতিকাল পরে একটা গ্রামে আসিয়া উপস্থিত হইলাম। এইখানে পাড়টা ঢালু এবং বিস্তৃত হইয়া জলে মিশিয়াছিল। ডিঙি জোর করিয়া ধাক্কা দিয়া সঙ্কীর্ণ জলে তুলিয়া দিয়া আমরা দু’জনে হাফ ছাড়িয়া বাচিলাম। বাবু বলিলেন, "হাত-পা একটু খেলানো চাই। নাবা দরকার ।” অতএব ইন্দ্র তাহাকে কাধে করিয়া নামাইয়া আনিল । তিনি জ্যোংক্ষার মালোকে গঙ্গার শুভ্র সৈকতে পদচারণা করিতে লাগিলেন । আমরা দু’জনে তাহার ক্ষুধা শাস্তির উদ্দেশ্যে গ্রামের ভিতরে যাত্রা করিলাম । মচি বুঝিয়াছিলাম, এত রাত্রে এই দরিদ্র ক্ষুদ্র পল্লীতে আহাৰ্য্য সংগ্রহ করা সহজ ব্যাপার নয়, তথাপি চেষ্টা না করিয়াও ত নিস্তার ছিল না। অথচ, তার একাকী থাকিতেও ইচ্ছা নাই । সে ইচ্ছা প্রকাশ করিতেই ইন্দ্র তৎক্ষণাং আহবান করিয়া কহিল, "চল না নতুন-দা, একলা তোমার ভয় করবে,-আমাদের সঙ্গে একটু বেড়িয়ে আসবে, এখানে চোর-টোর নেই, ডিঙি কেউ নেবে না—চল ।” নতুন-দা মুখখানা বিকৃত করিয়া বলিলেন, "ভয়! আমরা দঙ্গিপাড়ার ছেলে— যমকে ভয় করিনে তা জানিস্ ! কিন্তু তা বলে ছোটলোকদের dirty পাড়ার মধ্যেও আমরা যাইনে। ব্যাটাদের গায়ের গন্ধ নাকে গেলেও আমাদের ব্যামো হয় ।” অথচ তাহার মনোগত অভিপ্রায়-আমি তাহার পাহারায় নিযুক্ত থাকি এবং তামাক সাজি । কিন্তু জামি তার ব্যবহারে মনে মমে এত বিরক্ত হইয়াছিলাম যে, ইঞ্জ জাভাস দিতেও আমি কিছুতেই একাকী লোকটির সংসর্গে থাকিতে রাজি হইলাম না । ইজের সঙ্গেই প্রস্থান করিলাম । Հեյ Չ