পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দশম সম্ভার).djvu/৩৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ একটা কিছুকে বড় করে খাড়া করতে গেছে, সে তাকে ঠকিয়েছে, নিজেও ঠকেছে । তাকেও মানুষ হতে দেয়নি, নিজের মনুষ্যত্বকেও তেমনি অজ্ঞাতসারে ছোট করে ফেলেছে ! এ-কথা তার মন্দ চেষ্টায় করলেও সত্য, তার ভাল চেষ্টায় করলেও সত্য। Frederic the Great Rg qọ #fert fệtsĩa, fàtaR cực-R gRR wc*R fèfà অনেক মঙ্গল করে গেছেন, কিন্তু তাদের মানুষ হতে দেননি। তাই তাকেও Towton wors &nts, "All my life I have been but a slave— driver !” এই উক্তির মধ্যে ব্যর্থতার কত বড় মানি করে ষে গেছেন, সে কেবল জগদীশ্বরই জেনেছিলেন। আমার জীবনের অনেকদিন আমি Sociologyর পাঠক ছিলাম ; দেশে প্রার সকল জাতিগুলিকেই আমার ঘনিষ্ঠভাবে দেখবার সুযোগ হয়েছে,-আমার মনে হয় মেয়েদের অধিকার যারা যে পরিমাণে খৰ্ব্ব করেছে, ঠিক লেই অমুপাতেই তারা, কি সামাজিক, কি আর্থিক, কি নৈতিক, সকল দিক দিয়েই ছোট হয়ে গেছে। এর উণ্টে দিকটাও আবার ঠিক এমনি সত্য। অর্থাৎ, যে জাতি ষে পরিমাণ তার সংশয় ও অবিশ্বাস বর্জন করতে সক্ষম হয়েছে, নারীর মমুহূত্বের স্বাধীনতা যে পরিমাণে মুক্ত করে দিয়েছে,—নিজেদের অধীনতা-শৃঙ্খলও তাদের তেমনি ঝরে গেছে। ইতিহাসের দিকে চেয়ে দেখ। পৃথিবীতে এমন একটা দেশ পাওয়া যাবে না ধারা মেয়েদের মাহষ হবার স্বাধীনতা হরণ করেনি, অথচ, তাদের মহন্তত্বের স্বাধীনতা অপর কোন প্রবল জাত কেড়ে নিয়ে জোর করে রাখতে পেরেছে ? কোথাও পারেনি,—পারতে পারেও না, ভগবানের বোধ হয় তা আইনই নয়। আমাদের আপনাদের স্বাধীনতার প্রষত্ত্বে আজ ঠিক এই আশঙ্কাই আমার বুকের উপর যাতার মত বসে আছে। মনে হয়, এই শক্ত কাজটা সকল কাজের আগে আমাদের বাকী রয়ে গেছে, ইংরাজের সঙ্গে যার কোন প্রতিদ্বন্দ্বিতা নেই। কেউ যদি বলেন, কিন্তু এই এশিয়ার এমন দেশও ত আজও আছে মেয়েদের স্বাধীনতা যারা একতিল দেয়নি, অথচ তাদের স্বাধীনতাও ত কেউ অপহরণ করেনি—অপহরণ করবেই এমন কথা আমিও বলিনি। তবুও আমি এ-কথা বলি, স্বাধীনত যে আজও আছে সে কেবল নিতান্ডই দৈবাতের বলে। এই দৈববলের অভাবে যদি কখনও এ বস্তু যায়, ত আমাদেরই মত কেবলমাত্র দেশের পুরুষের দল কাধ দিয়ে এ মহা ভার স্বচ্যগ্রও নড়াতে পারবেন না। শুধু আপাতদৃষ্টিতে এই সত্যের ব্যত্যয় দেখি ব্ৰহ্মদেশে। আজ লে দেশ পরাধীন। একদিন সে-দেশে নারীর স্বাধীনতার অবধি ছিল না। কিন্তু যেদিন থেকে পুরুষ এই স্বাধীনতার মধ্যাদা লঙ্ঘন করতে আরম্ভ করেছিল, সেইদিন থেকে وه جه