পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দশম সম্ভার).djvu/৩৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*ङ्ग९-नांहिंछj-नरdयह জাটকাইয়া রাখেন। বাঙলাদেশের যেখানে যত আশ্রম ছিল, তাহার তপস্বীরা বগল বাজাইয়া নাচিতে লাগিল,—কেমন কর একৃজিবিশন ! "fngi RfềGH GItz-Hi eff, Complete Independence si l sfŘ Dominion Statusa arra Na brž at i atae svět get stfa, a stva হইয়াছে যে, দেশবন্ধু স্বর্গে গিয়াছেন। ‘ফিলিস সরকাসে’র বিবরণ Young Indiaর পাতায় তাহাকে চোখে দেখিতে হয় নাই। শুনিয়াছি, জাতীয় প্রতিষ্ঠান কংগ্রেসে এবার নেহেরু-রিপোর্ট পাশ হুইয়াছে। বহুবিধ ছলচাতুরীপূর্বক সেই আরজি অবশেষে বিলাতী পার্লামেণ্টে পেশ করা হইয়াছে । আশা ত ছিলই না, তবে সে-দেশের পার্লামেণ্ট না কি এবার মেয়েদের হুকুম-মত তৈরী, সুতরাং এখন তাহারাই একপ্রকার ভারতের ভাগ্যবিধাতা। প্রবাদ, মেয়েরা দয়াময়ী, এবার তারা যদি এ-দেশের দুর্ভাগা পুরুষদের কিছু দয়া করে। আমেন • প্রবর্তক সঙেত্ৰজ্ঞ আভিনন্দনে ত্র ਚੋਢਡ਼ আমার অনেকদিন থেকে প্ৰবৰ্ত্তক সজেঘ আসবার কল্পনা ছিল ; কিন্তু শরীর অসুস্থ থাকায় ও নান। কাজের ভিড়ে কখনও মাগতে পারিনি। তখন তবু কাছে ছিলাম, এখন ত অনেক দূরে চলে গেছি। এদের কাছ থেকে প্রতিবারই আহবান পেয়েছি— কোনবারই আসতে পারিনি । এইবার এসেছি । আজ প্ৰবৰ্ত্তক সঙ্ঘ ষে অভিনন্দন দিলেন, বিনয় করে যদি বলি—এর কোনও দাবী আমার নেই, সেটা সত্য কথা হবে না। সাহিত্য-সেবা করে বঙ্গবাসীকে কিছু দান করেছি, তার জন্য দাবী একটা আছে। শক্তির চেয়ে বড় পুরস্কারই পেলাম । সেইটা দু’হাত পেতে নিলাম ; আমার এই ক্ষেত্রে কিছু বলা দরকার—কিন্তু বলবার শক্তি ভগবান আমাকে একেবারে দেননি। সকলে বোধ হয় আমার কথা শুনতে পাচ্ছেন না । এ-সম্বন্ধে আপনার কিছু আশাও করবেন না।

  • মুক্তন প্রোগ্রাম নিবন্ধটি শরৎচন্ত্রের ঐপরশুরাম’ ছদ্মনামে ১৩৩৬ বঙ্গাদের আনি সংখ্যা "বেণু মাসিকপত্রে প্রকাশিত ।