পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দশম সম্ভার).djvu/৩৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

4दसैंक नएउंथब्र आँछनन्लानत्व छैखेर्द्ध আমার একমাত্র বলবার বিষয় এই ষে, অল্প সময়ের মধ্যে এখানে এসে ৰ৷ দেখলাম তা আমাকে বড় আনন্দ দিয়েছে। এদের মূলকথা এই—মানুষকে মাস্তুৰ করে তোলা । ভারতবর্ষ—ভারতবর্ষের লোকেরা অত্যন্ত হীন হয়ে পড়েছে। এদের উদ্বেগু—ভারতকে সেই হীনতা থেকে রক্ষা করা। ধর্শের দিক দিয়ে, নীতির দিক দিয়ে, শিল্পের দিক দিয়ে যে-ভারতবর্ষ একদিন বড় ছিল, তাকে পুনৰ্ব্বার প্রতিষ্ঠিত করার জন্য মতিবাৰ এই আশ্রমকে প্রতিষ্ঠিত করেছেন। যারা আশ্রমের কাজে নিযুক্ত আছেন—বিশেষ করে মতিবাবু —তারা আমার চেয়ে বেশী জানেন, কি করে এই

উদ্বেগু সফল করা যেতে পারে। তিনি যৌবন থেকে এই কর্থে ব্রতী। বহুদিন নানা

কর্মের মধ্যে থেকে, অনেক ভেবে ভেবে যে যে উপায় তিনি নিজের বুদ্ধিমত আবিষ্কার করেছেন, সেইটা কাজে লাগিয়ে তার স্বপ্ন সফল হউক। আমার প্রার্থনা—আমি বেঁচে থাকতেই যেন তা দেখে যেতে পাই । * আর একটি কথা। দেখেছি—আশ্রমের প্রতি এথানকার লোকের সহানুভূতি আছে । তারা ভালও বাসেন । আমি এই প্রার্থনা করি—সকলে মিলে যেন এই প্রতিষ্ঠানকে সার্থক ও জয়যুক্ত করতে পারেন। wo ৭টা বাজে, আমার যাবার সময় হ’লো। সাহিত্য-সভা হলে কিছু হয়ত বলতে পারতাম। মতিবাবুকে আশীৰ্বাদ করছি। আজ পরমানন্দ নিয়ে বাড়ি চললাম। আমি বলতে কিছু পারি না ; মামুলী কিছু একটা বলবার কথা—তাই কিছু বললাম ; বলবার শক্তি ভগবান আমাকে দেননি। একটা কথা বলে গেলাম - এখানে বা আর কোথাও যদি একট। সভা হয়, তা হলে এবার কিছু লিখে নিয়ে আসব। তাই পড়ে আপনাদের শোনাব । আজ এই পর্য্যস্ত ।* S eee DBB B DD BBBB BDD DBBBSBBB BBBB BBBBBBD DBB BDH ভাষণ। ১৩৩৭ বঙ্গাব্দে বৈশাখ সংখ্যা প্ৰবৰ্ত্তক’ মাসিক-পত্রে প্রকাশিত। vෂුද්•: