পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দশম সম্ভার).djvu/৩৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*ीछे-नइंजनं জীর ভূলবে না । আসল কথা, অঙ্গরে শোবার ঘরে বসে সন্দেশ ভোজন করার যোগ্যতা আগে অর্জন করা চাই । নইলে অনারের জোর খোলা পেয়ে একবার তারা জি হি হি হি হি করে ঢুকে পড়লে আমরা আর বাচবো না। অতএব এরূপ অপ্রদ্ধের বাক্য আর কখনো বোলো না । তোমার concertএ যেতে পারিনি শরীর একটু অমুস্থ ছিল বলে । আজও একটা হেতু এই মে, মেদিনীপুরে প্রতি বৎসরেই কোথাও-না-কোথাও বন্যা হবেই। হতে বাধ্য | Govt. তার কোন উপায় করে না, করবে না। এ হয়েছে দেশের উপরে একটা স্থায়ী tax, এমন কোরে বছর বছর বন্যাপীড়িতের সাহায্য করার সার্ধকতা কি ? Govt. কে তারা একটা কথা জোর করে বলবে না, এক কোদাল মাটি কেটে রেলের রাস্তা ভেঙে ক্ষে জল বার করে দেবে তা দেবে না, পাছে সাহেবরা ধরে জেল দেয় । তারা জানে কলকাতার ভদ্রলোকের মহাকৰ্ত্তব্য হচ্চে তাদের খাওয়া-পরা দেওয়া, যেহেতু তাদের ধরে-দোরে জল উঠেছে। তা ছাড়া পদ্মার চরে মো -র কেন দল বেঁধে বাস করে জানো ? শুধু এইজন্তে যে বর্ধায় তাদের ঘর-দোর ভেসে গেলেই পশ্চিমবঙ্গের ভদ্রলোকদের টাকা দিতে হবে। sg out of malice ar spite stal fitx এরকম ভয়ানক জায়গায় বাস করছে। এ ছাড়া তাদের আর কোন উদ্দেপ্ত নেই । আমি নিশ্চয় জানি এ সম্বন্ধে তোমার সঙ্গে আমার কোনপ্রকার মতভেদ হবার আশঙ্কা নেই। কারণ, তুমি বুদ্ধিমান, ষা সত্যি কথা তা বুঝবেই। তুমি বিলেত যাচ্চো খবরের কাগজে দেখলাম। আশীৰ্ব্বাদ করি তোমার যাত্রা নিৰ্ব্বিগ্ন হোক, উদ্বেগু সফল হোক । আমার বয়স হয়েছে, ফিরে এসে যদি আর দেখা না হয় এই কথাটি মনে রেখে আমি চিরদিন তোমার শুভকামনা করে গেছি। আশা করি তোমার কুশল । ঐশরৎচন্দ্র চট্টোপাধ্যায় পূ-আগামী ৩১শে ভাত্র আমার বয়স পঞ্চাশ হবে। ১লা আশ্বিন ষাবো কলকাতায় তোষীদের সঙ্গে দেখা করতে । ( & ) - जांभउां८दफ़, ४७ करुन, ७७ পরম কল্যাণবরেয়,-মণ্ট, তোমার চিঠি পেয়ে ৰে কত আনন্দ পেলাম তা তোমাকেও জানানো শক্ত। ভূমি ষে আমাকে শ্রদ্ধা কর, ভালোবাগো, এও যদি না বুঝবো ত বুঝবো সংসারে কি ? לרס