পাতা:বিশ্বকোষ চতুর্দশ খণ্ড.djvu/৪৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

भशंद्रांछे [ 8७b~ ] মহারাষ্ট্র পক্ষে সুখকর ছিল । এই সময়ে মহারাষ্ট্রে নগদ টাকায় খাজনা গ্রহণের ব্যবস্থা হয় । খাজনা আদায়ের ভার ঠিকাদারদিগের উপর অর্পণ না করিয়া সরকারী কৰ্ম্মচারী পাঠাইয়া আদায় করা হইত। উৎপন্ন শস্তের দুই পঞ্চমাংশ রাজার প্রাপ্য বলিয়। নিৰ্দ্ধারিত হইয়াছিল। দেওয়ানি বিচারের অধিকাংশ গ্রাম্য পঞ্চায়তের সাহায্যে নিববাহিত হইত । বিশেষজ্ঞ ইংরাজ-রাজনীতিজ্ঞেরাও বলেন, “In provinces in which the laws of Shivaji remained in force, there was nothing to improve but much to imitate” সমগ্র রাজাট দ্বাদশ মহালে বিভক্ত হইয়াছিল। মহালের অধ্যক্ষেরা বার্ষিক ৪ শত হোন বেতন পাইতেন । রাজ্যের বার্ষিক অtয় ৫৩ লক্ষ টাকা ছিল। এতদ্ভিন্ন মোগল রাজা হইতে কর ( চেথ) ও লুষ্ঠিত দ্রব্যাদিও আসিত। মহারাষ্ট্রীয় দিগের ধৰ্ম্মোন্মাদকতার ফলে এই নুতন রাজ্য প্রতিষ্ঠিত হইলেও ইসলাম ধৰ্ম্মে আঘাত করিবার চেষ্টা কথন ও মহারাষ্ট্রীষ্মের করেন নাই। মুসলমানদিগের মসজিদের রক্ষণাবেক্ষণ ও ব্যয় নিৰ্ব্বাহকল্পে এবং মুসলমান প্রজার আধ্যাত্মিক উন্নতি-সাধনের জষ্ঠ শিবাণী ভূমিদানের ব্যবস্থা করিয়াছিলেন । সেই বিপ্লবপুর্ণ কালেও মহারাষ্ট্রপতি দেশে বিদ্যার বিস্তারকাৰ্য্যে যথাসাধ্য মনোযোগ প্রকাশ করি রছিলেন । টোল পাঠশালা প্রভৃতি স্থাপনের জগু শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণীদগকে রাজকোষ হইতে নিয়মিত বার্ষিক বৃত্তি প্রদত্ত হইত। সংস্কৃত ও মরাঠী | ভাষায় গ্রন্থ রচনার জন্য গ্রন্থকারের রাজার নিকট পুরস্কার । পাই তেন । ※ শিবাদীর মৃত্যুর পর মহারাষ্ট্র-সমাজের নেতৃত্ব দুর্ভাগ্যক্রমে সাস্তাঞ্জীর হস্তগত হয় । একনাথ ও রামদাস প্রভূতি ব্রাহ্মণগণের ধৰ্ম্ম ভাবের উদ্দীপনায়, তানা। মালুসরে ও প্রতাপ রাও প্রভৃতি ক্ষত্রিয় বীরগণের বাহুবলে এবং বালাজী চিটনাস প্রভৃতি কায়স্থগণের নীতিকৌশয়ে, শিবাজার ন্যায় প্রতিভাশালী ধৰ্ম্মপ্রাণ নরপতির নেতৃত্বাধীনে ৰে মহারাষ্ট্ররাজ্যের ভিত্তিপ্রতিষ্ঠা হইয়tlছল, তাহ তংপুর দুৰ্ব্ব ও সাম্ভাঙ্গার কৰ্ম্মদোষে রসাতলে ধtহবার উপক্রম হয় । সাম্ভাঞ্জা শোর্য্যে ও সামথ্যে দ্বীন ছিলেন না। কিন্তু তাহার ঘোর বর্ণনাশক্তি ও প্রকৃষ্ট রাজনীতিজ্ঞানের অভাবে সমগ্র মহারাষ্ট্র-সমাজকে নিতান্ত বিপন্ন হইতে হইয়াছিল । শাহজাদ। মকবরকে তিনি আশ্রয়দান করায় অরঙ্গজেব স্বয়ং ১২ লক্ষ ( কাকি খ fর মতে ২ • লক) সৈঙ্ক লইয়া দক্ষিণাপথ বিজয়ের জন্ত ১৬৮৩ খৃঃ নৰ্ম্মদ উত্তীর্ণ হন। সাম্ভাণীকে বাসনাসক্ত দেখিয়া জঞ্জীরায় সিদ্ধি ও গোয়ার পঞ্জীজের মস্তকোত্তোলন করেন। এই সকল শত্রুর সহিত যুদ্ধে সাম্ভাজী অসাধারণ শৌর্য্যপ্রকাশ করিয়াছিলেন। কিন্তু বহু সংখ্যক শত্রু উপস্থিত হইলে একজনের সহিত যুদ্ধ ও অপরের সহিত সন্ধি করিতে তিনি জানিতেন না। এ বিষয়ে অষ্ট প্রধানের উপদেশেও তিনি কৰ্ণপাত করেন নাই। সিদ্ধি, পর্তুগীজ ও ইংরাজ প্রভৃতি শক্রর সহিত যুগপথ সমর আরম্ভ করিয়াও তিনি অসাধারণ শৌর্য্যবলে সকলের নিকট হইতে অমুকুল সন্ধিপত্র আদায় করিয়াছিলেন। এই সকল যুদ্ধ প্রসঙ্গে মহারাষ্ট্রীয় নৌসেনা অলৌকিক সমরকৌশল প্রদর্শন করিয়াছিল। গোয়ার নিকটে কোণ্ডদুর্গে পৰ্বগীজদিগের সহিত যে যুদ্ধ হয়, তাহাতে মহারাষ্ট্ৰীয়ের পর্তু, গীজদিগের ২ শত যুরোপীয় ও এক হাজার দেশীয় সৈনিকের শিরশেছদ করিয়াছিলেন। অরঙ্গজেব সে সময়ে দক্ষিণাপথে না থাকলে মহারাষ্ট্ৰীয়ের পর্তুগীজদিগকে সমুলে বিনাশ করিতে সমর্থ হহঁতেন । ১৬৮৩ খৃঃ, অরঙ্গজেবের মোগল সৈম্ভের সহিত বাগলানে মরাঠাদিগের ঘোর যুদ্ধ সংঘটিত হয় । মহারাষ্ট্রায়ের এই যুদ্ধে মোগলদিগকে নিতান্ত জর্জরিত করিয়া তুলেন। রামসেজ টুৰ্গ অধিকার করিতে গিয়া বহুসংখ্যক প্রসিদ্ধ সেনানী সহ সুপ্রসিদ্ধ নিজাম উলমুন্ধকে মহারাষ্ট্রীয়দিগের হস্তে পরাভূত হইয়। প্রত্যাবু স্তু হইতে হয় । শিবাজার শিষ্য হুম্বার রাও মোহিতে এই সময়ে মরাঠা সৈন্যদলের অধিনায়ক ছিলেন। কোঙ্কণ অধিকার কারবার জন্ত মোগলের অগ্রসর হুহলে মহারাষ্ট্রীয় সৈদ্যদল অব্যবস্থিত যুদ্ধনতি অবলম্বন করিয়া তাহাদিগকে এরূপ বিপন্ন করিয়৷ তুলিল যে, মোগলের পলায়নের পথও পাইলেন ন। অসংখ্য মোগল সৈন্ত মরাঠা সৈনিকের হস্তে ও রসদের অভাবে প্রাণত্যাগ করিল । এই রূপে পুনঃ পুনঃ পরাস্ত হওয়ায় মোগলেরা মরাঠাদিগের সহিত কলহ পরিত্যাগপুৰ্ব্বক বিজাপুর ও গোলকো গুণ প্রভূতির অস্তিত্ব বিলোপে মন:সংযোগ করিলেন । ২৩ বৎসর পয্যন্ত মোগল সৈন্য আর মহারাষ্ট্রীমুদিগের দিকে দৃষ্টিপাত করিতে পারিল না। মুখ সাম্ভাঙ্গা এই অবকাশের যথোচিত সদ্ব্যবহার না করিয়া আবার ব্যসনাসক্ত হইলেন। তাহার বিলাসিত ও অব্যবস্থা দাষে রাজকোষ অথশূন্ত হইল, রাজস্ব আদায়ও এক প্রকার बर्क रुक्ष्य গেল। শিবtঞ্জীর প্রবর্ধিত নিয়মাবলী উপেক্ষিপ্ত হইতে লাগিল । দেশে কাজেই অরাজকতা ঘটিল। ১৬৮৭ খৃঃ, আরঙ্গজেব আবার মরাঠাদিগের সহিত যুদ্ধারম্ভ করিলেন । বাহর নিকট মোগল সর্দার সর্জে ধার সছিত যুদ্ধে সেনাপতি ছম্বার রাও একট। গোল লাগায় গতাস্থ হইলেন। একদল মোগলসৈন্স এই সময়ে কর্ণাটক