পাতা:বিশ্বকোষ চতুর্দশ খণ্ড.djvu/৫০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মহোব। [ (i o e 1 মহেবে। মহোল্পত (পুং ) মহানভিশর উন্নত: । ১ তালবৃক্ষ। (ভাবপ্র) ২ নারিকেল বৃক্ষ। ৩ ধারাকদম্ব । ত্রি ) ৪ অতুন্নেতিযুক্ত । মহোন্নতি (স্ত্রী) মহতী চালাবুদ্ধতিশ। অতিশয় বৃদ্ধি, অতিশয় উন্নতি, অত্যুম্নতি । “ভূয়াত্তে মহদৈশ্বৰ্য্যং পুত্রাণীনাং মহোল্পতিঃ । অব্যাধিন শরীরেণ চিরং জীব মুখী ভব ॥” ( উদ্ভট ) মহোম্মদ (পুং ) ১ মৎস্তবিশেষ, চলিত ফলুই মাছ। “রাজগ্ৰীবশ্চিত্রফল: ফলকী চ মহোম্মদ; ” ( শব্দ রঞ্জা) (ত্রি ) ২ অত্যুন্মত্ত, অতিশয় মত্ত । মহোম্মান (ত্রি ) ১ বিস্তৃত, বিপুল। ২ ভারযুক্ত, ভারবিশিষ্ট । মহোপনিষদ ( স্ত্রী) ১ উপনিষদৃবিশেষ। এই উপনিষদের ভাস্করাচার্য্য, শঙ্করানন্দ ও নারায়ণকৃত টীকা দেখিতে পাওয়৷ वाब्र । ( क्ली) २ र8रठं भजएडन् । মহোপম৷ ( স্ত্রী) নদীভেদ। ইহার পাঠাস্তর মহাপগ। মহোপাধ্যায় (পুং ) মহান উপাধ্যায়। প্রধান আচাৰ্য্য। ৰিদ্ধান ও ভারবি কবির উপাধিবিশেষ। মহোরগ (পুং ) মহাংশ্চাসাবুরগশ্চ । সৰ্পগণ বিশেষ । (হেম) বৃহৎ সৰ্পসত্ৰ । “মহোয়গা; সমুংপে তুঃ দন্দ কাঃ সৰ্বশ্চিকাঃ "(ভাগ ৮১•।৪৭) ( ক্লী ) ২ তগরপাদিক । ( পৰ্য্যায়মুক্ত • ) মহোরস্ক (ত্রি ) মহৎ উর: যন্ত । বিশালবক্ষঃ। মহোলি, যুক্তপ্রদেশের পাতাপুর জেলার মিশরিখ তহসালের অন্তর্গত একট পরগণ। ভূপরিমাণ ৮• বর্গ মাইল। পশ্চিমসীমাস্তব্বর্তী কাঠনানদীর বালুকাময় পাৰ্ব্বত্য-তটভূমি ব্যক্তাত এখানকার অধিকাংশ স্থানই সমধিক উৰ্ব্বর। । এই স্থান যুথাক্রমে পাশ, আহবন ( অাভন ) ও গৌড়জাতির অধিকারে ছিল। বিখ্যাত সিপাহী-বিদ্রোহের সময় জনৈক জাহান রাজ এখানকার শাসনকৰ্ত্ত ছিলেন । বিদ্রোহে যোগদান করায় ইংরাজরাজ তাহার রাজ্য কাড়িয়া লহয়৷ জনৈক রাজভক্তকে এই সম্পত্তি সমর্পণ করেন। মহোল্ক। ( স্ত্রী ) মহঙা চালাবুদ্ধ চ । উদ্ধাবিশেষ । জ্যোতিঃশাস্ত্রে লিখিত আছে, মহোল্কাপাতে অনধ্যায় হইয় থাকে । “ৰিদ্যুৎ স্তনিভনির্ঘাতমহোল্কানাঞ্চ সংপ্লবে । জাকালিক মনধ্যাম্বমেতেষু মমুরব্রুবীৎ ॥” ( তিথিতত্ত্ব ) মহোৰ, (মহোৎসব) যুক্ত (উঃ পঃ) প্রদেশের হামারপুর জেলার অন্তর্গত একটা তহৗল । ভূপরিমাণ ৩২৯ বর্গমাহল । এখান* কার অধিকাংশ স্থানই পাৰ্ব্বত্য অধিত্যকাভূমে পুর্ণ। ঐ পৰ্ব্বতৰক্ষে মসংখ্য হ্রদাকার পুষ্করিণী চম্বেলরাপগণের প্রাচীন কীৰ্ত্তি ঘোষণা করিড়েছে । ২ উক্ত জেলার অন্তর্গত একটা প্রাচীন নগর এবং মহোৰা তহসালের সদর। অক্ষা ২৫°১৭৪• উঃ এবং দ্রাঘি• ৭৯°৫৪′ 8•* श्रूः । भमनगाशग्न नामक ७की शइश्९ ३८मब्र फ्रौtद्र পৰ্ব্বতোপরি এই নগয় অবস্থিত। ঐ মঙ্গলসাগর হ্রদ ‘প্রাচীন চনোল-রাজবংশের অক্ষয়কীৰ্ত্তিস্বরূপ। - নগরট প্রধানতঃ তিন ভাগে বিভক্ত। মধ্য শৈলের উত্তরাংশ প্রাচীন দুর্গ, শৈলশিখরদেশ মধ্য দুর্গ এবং উহার দক্ষিণভাগ দরিব নামে পরিচিত । খৃষ্টীয় ৮ম শতাব্দ রাজা চক্ৰবৰ্ম্ম৷ এখানে একটী মহাযজ্ঞের অনুষ্ঠান করেন । তদমুসারে ইহা মহোৎসব বা মছোব নামে প্রসিদ্ধি লাভ করে। এখানকার পাশ্ববর্তী স্থানসমূহে চন্দেল-রাজগণের অপুৰ্ব্ব কীৰ্ত্তির বহুশত নিদর্শন পড়িয়া আছে । রামকুও নামক সরোবরজীর এখনও চন্দ্ৰ বৰ্ম্মার অস্ত্যেষ্টিস্থল বলিয়া পরিচিত । সাধারণের বিশ্বাস,—এই বিস্তীর্ণ হ্রদে পুণ্যসলিল নদীসমুহের জল ভিতরে ভিতরে আসিয়া মিলিত হইয়াছে । উপরোক্ত গিরিদুর্গ ভগ্নাবস্থায় পতিত হইলেও স্বাভাবিক সৌন্দর্য্যে উহ। দর্শক মাত্রকেই মোহিত করিয়া থাকে। মুনিয়া দেবীমন্দিরের প্রবেশদ্বারে রাজা মদনবন্মার সময়ে উৎকীর্ণ একথানি শিলাফলক দেখিতে পাওয়া যায় । হ্রদ গুলি ১১শ ও ১২শ শতাবে প্রস্তুত হইয়াছিল। কিরত (কীৰ্ত্তি ) ও মদনসাগর নামক হ্রদদ্বয় ব্যতীত অপর দু একটা মজিয়া উঠিয়াছে। মদনসাগরের মধ্যস্থলে একটী ক্ষুদ্র দ্বীপাকার স্থানের সহিত মুলনগরের সংযোগ রাখিবার জন্ত কারুকার্য্যসমন্বিত স্তম্ভরাঞ্জি-পরিশোভিত সেতু বিরাদিত আছে। এতদ্ভিন্ন হ্রদের তীরভূমে পৰ্ব্বততটে অসংখ্য অট্টালিক ধ্বংসাবস্থায় পতিত দেখা যায়। প্রাচীন রাজগণ কর্তৃক গ্রীষ্মকালীন শীতল-সান্ধ্যসমীরণসেবনাৰ্থ পৰ্ব্বতোপার শৈত্যাবাস নিৰ্ম্মিত হইয়াছিল । মদনসাগরের উত্তর কুলস্থ নগরভাগ হইতে একটা সোপান-শ্রেণী সাগরতট পয্যন্ত বিস্তৃত আছে । উহার উভয় পাখে অসংখ্য দেবমন্দির নিৰ্ম্মিত রহিয়াছে, তন্মধ্যে কএকটা জৈনমন্দিরের ধ্বংসাবশেষ দেখা যায়। চন্দেলরাজবংশ এখানে প্রায় ২• পুরুষ রাজত্ব করেন। পৃথুরাজ কর্তৃক রাজা পরমালের বিজয়ের পর হইতে এখানকার চলেল প্রভাবের অবসান ঘটে। ১১৯৫ খৃষ্টাব্দের সমকালে এই নগর দিল্লীর মুসলমানাধিপতি কুতব উদ্ধানের করতলগত হয় । মুসলমানদিগে অধিকার কালে এখানে যে সমস্ত মুসলমান-কান্ত্ৰি স্থাপত হইয়াiছণ, তন্মধ্যে জল্‌ছন্‌ ৰ্থার কবর প্রভৃতি ক একটু অট্রালক। তথাকার শিবমঙ্গির প্রভূ, ত্তির ভগ্নাবশেষ হইতে নিৰ্ম্মিত হয়। এতদ্ভিন্ন গয়াস উদান