পাতা:বিশ্বকোষ চতুর্দশ খণ্ড.djvu/১১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

--🐍(শেষনাগ)🐍--

"শেষনাগ" হলো ঋষি কশ্যপ ও তার স্ত্রী কদ্রুর সন্তান। তার অন্যান্য নামগুলো হলো- আদি শেষনাগ,অনন্তনাগ।

তিনি সমস্ত নাগেদের মধ্যে জ্যেষ্ঠ বা বড়। তাকে নাগরাজও বলা হয়। তিনি "নাগরাজ বাসুকি" ও "নাগরাজ তক্ষক" এরও জ্যেষ্ঠ ভ্রাতা। "শেষনাগ" সহস্র মস্তক বিশিষ্ট এক শক্তিশালী নাগ। তিনি অষ্ট নাগের মধ্যে অন্যতম- অনন্ত নাগ, বাসুকি নাগ, তক্ষক নাগ, পদ্মনাগ, মহাপদ্ম নাগ, কুলীর/কুলার নাগ, কর্কট নাগ ও শঙ্খ নাগ।

("ভগবান বিষ্ণু" যে নাগের উপর শয়ন করেন তিনি হলেন "শেষনাগ।")



এরকম কোন পাতা না থাকার কারণে এই "শেষনাগ" নামক পাতাটি সম্পাদনা করা হয়েছে। এই পাতাটিকে দয়া করে কেউ সরাবেন না।