পাতা:বিশ্বকোষ চতুর্দশ খণ্ড.djvu/৬৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মার্কগু মারুতাপহ (পুং ) মারুতং অপছন্তি হন-ড। ১ বরুণবৃক্ষ । ( রাজনি ) (ত্রি) ২ বায়ুনাশক। মারুতাশন ( পুং ) মারুতোংশনমস্ত বা অশ্লাভীতি অশ লু, মারুতানাং অশনঃ ভক্ষক: । সর্প, পবনাশন। “ভক্ত: প্ৰগৃহ মূৰ্দ্ধ্যা বৈ বাহুভ্যাং সংশিতব্ৰতঃ। স্থিত: স্থাণুরিবাভ্যাসে নিশ্চেষ্টে মারুতাশনঃ৷”(ভারত ৫।১০৬১৩) (ত্রি) ২ বায়ুমাত্ৰভক্ষক। (পুং) ৩ কাৰ্ত্তিকেয়। ৪ সৈনিকবিশেষ । ( ভারত ৯৪৫৬• ) মারুতাশ্ব (ত্রি) মারুত ইব বায়ুরিব বেগবান অশ্বে যন্ত। বায়ুসদৃশ বেগগামি-অশ্বযুক্ত। "উত্তত্যে মা মারুতাশ্বস্ত শোণা:” ( ঋক্ ৩৩৯ ) ‘মারুতাশ্বস্ত মরুৎসদৃশবেগাশ্ববান্‌ তস্ত । ( সায়ণ ) " ، মারুতি (পুং ) মরুতস্তাপত্যং পুমান মরুত (অত ইএ। প। ৪।১।৯৫ ) ইতি ইঞ, । ১ হনুমান (শব্দ রত্না- ) ২ ভাম । মারুতেশ্বর তীর্থ ( ক্লী ) তীর্থভেদ । মারুদেব (পুং ) পৰ্ব্বতভেদ। মারুধ (ক্লী ) জনপদভেদ। মারুবার ( ক্লী ) [ মারবার দেখ ] মার্ক (পুং ) ভৃঙ্গরাজ। ( রত্নমালী ) মার্কট (ত্রি ) ১ মৰ্কট সম্বন্ধীয় । ২ মৰ্কটবৎ । মার্কটাপপীলিকা ( স্ত্রী) ক্ষুদ্রকায় কৃষ্ণপিপীলিকা। মার্কটপিপ্পলী (স্ত্র। ) কপিপিপ্পলা,চলিত আপাং । (ব্লাজনি) মার্কটি ( পুং ) মর্কটের গোত্রাপত্য । মাকণ্ড ( পুং ) মৃকণ্ডোরপত্যং মুকধু-অণ, । মুনি। ( শবরত্নাe ) মাকণ্ড, (মার্কণ্ডেয়ার্ক) ১ আর জেলাস্থ সৌরতীৰ্থভেদ, আরার ৩৭ মাইল দক্ষিণপশ্চিমে অবস্থিত । ২ উক্ত স্থানের নামামুসারে প্রসিদ্ধ বেহারের শাকদ্বীপী ব্রাহ্মণগণের একটী বিভাগ । মার্কগু, দরভাঙ্গ, পুণিয়া, সাওতাল পরগণ এবং ভাগলপুর প্রভৃতি স্থানবাসী কৃষিজীবী জাতিভেদ। ইহার কৃষিকাৰ্য্য দ্বারা জীবিক নিৰ্ব্বাহ করে। প্রবাদ এই যে, মার্কণ্ডেয় মুনি হইতে ইহাদের উৎপত্তি হইয়াছে। কোন ব্রাহ্মণের উচ্ছিষ্ট ভোজন করিয়া মার্কণ্ডেয়ের জাতিচু্যতি ঘটে। তদবধি তাহার বংশধরগণ মার্কগু নামে অভিহিত হইয়াছে । হছাদের মধ্যে বাল্যৰিবাহ এবং বহুবিবাহ প্রচলিত জাছে । বিধবার দ্বিতীয়বারে মনোমত পতি নিৰ্ব্বাচন কল্পির বিবাহ করিতে পারে । স্ত্রীলোক ব্যভিচারিণী হইলে তাহাকে জাতিচু্যত করা হয় । মাক ওদিগের আচার ব্যবহার গোড়া হিন্দুর মত নহে । মার্কণ্ডেয় [ ૭8૭ ] মার্কগু বড় বড় দেবপূজায় তাহারা ব্রাহ্মণপুরোহিত নিযুক্ত করে। তাহাদের পুরোহিতের তজ্জন্ত নিন্দাভাজন হন না। সামাজিক মৰ্য্যাদায় তাহার গোয়ালা ও কুশ্মিদিগের সমকক্ষ । ব্রাহ্মণেরা তাহাদিগের প্রদত্ত জল এবং মিষ্টান্নাদি গ্রহণ করেন । মাৰ্কণ্ড, নাগপুরের ৯ মাইল দক্ষিণপূৰ্ব্বে বেশগঙ্গানদীতীরে অবস্থিত একট প্রসিদ্ধ তীর্থস্থান। এখানে বহুসংখ্যক মন্দির শৈলভূমিতে শ্রেণীবদ্ধভাবে দণ্ডায়মান আছে। এখানকার সর্বপ্রধান মন্দিরের নাম মার্কও । মন্দিরের নিম্নে নদীর গভীরতা ২ ফিট মাত্র ; সুতরাং স্থাটিয়া পার হওয়া যায়। সন্নিহিত গ্রামটার নাম মার্কণ্ডি । পুঝে এখানে বহুজনাকীর্ণ নগর ছিল । পুনঃ পুনঃ জলপ্লাবনে ২৪ ঘর ব্যতীত আর সকল অধিবাসীহ স্থানান্তরে প্রস্থান করিয়াছে। মার্কণ্ডেয় মুনি হইতেই মন্দিরের নাম হইয়াছে। কিন্তু মন্দির শিবের নামে উৎসর্গীকৃত। মন্দিরাভ্যস্তরে শিবলিঙ্গ বিরাজিত । এই মন্দির কোন সময়ে নিৰ্ম্মিত হয়, তাহ ঠিক বলা যায় না, কারণ এখানে কোন উৎকীর্ণ লিপি নাই । নাগপুর এবং বেরার অঞ্চলে মন্দিরাদির সম্বন্ধে যেরূপ গল্প শুনা যায়, এথানকার মন্দির সম্বন্ধেও সেই রূপ গল্প আছে। গুন। যায়,—ঐ সমস্ত মন্দিরই এক রাত্রির মধ্যে হেমাড়পন্থ দ্বারা নিৰ্ম্মিত হইয়াছিল। প্রবাদ, ভাওক হইতে কাশী পৰ্য্যস্ত যাবতীয় মন্দিরই তাহা দ্বারা নিৰ্ম্মিত হয় । হেমাডুপন্থ এক জন বিদ্বান ব্রাহ্মণের তনয়। গোড়রাজ লক্ষ্মণসেন এবং তাহার জন্মবৃত্তাও প্রায় একরূপ । এসববেদন উপস্থিত হইলে হেমাড়পন্থের জননী দেখিলেন যে, সে সময়ে পুত্র ভূমিg হইলে অতি অণ্ডভযোগ হইবে । এজন্ত তিনি পরিচারিক।দিগকে যাহাতে প্রসবের বিলম্ব হয়, তদ্বিধয়ে আদেশ কল্পিলেন। তাহার আদেশ অনুসারে ধাত্রীরা তাহার পদদ্বয়ে রজ্জ্ব, বদ্ধ করিয়া নিম্নাভিমুখ মস্তক রাখিয়। তাছাকে ঝুলাঃ য়। রাখিল । শুভলগ্ন উপস্থিত হুহলে, অবিলম্বে , তাচাকে ভূমিতে নামান হইল। তিনি হেমাড়পম্বুকে প্রসব করিয়৷ কিছুক্ষণ পরেন্থ মানবলীলা সম্বরণ করিলেন । শুভলগ্নজাত হেমাড় (হেমাদ্রি) শুক্লপক্ষের শশিকলার হ্যায় বৃদ্ধি পাইতে লাগিলেন এবং অল্প বয়সে সৰ্ব্বশাস্ত্রে সুপণ্ডিত হইয়া উঠিলেন। বিশেষতঃ চিকিৎল:শাস্ত্রে তাহার প্রগাঢ় ব্যুৎপত্তি জন্মিল । বিভীষণ পীড়িত হইলে, হেমাড় তাহাকে নীরোগ করেন এবং পুরস্কারস্বরূপ এক বর প্রাপ্ত হন। সেই বরেই রাক্ষসদিগের সাহায্যে গোদাবরীর মধ্যস্থ যাবর্তীয় মন্দির সমস্তই নিৰ্ম্মাণ করেন ।