পাতা:বিশ্বকোষ চতুর্দশ খণ্ড.djvu/৭৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মিল্টন সমূহে তাহার নামাঙ্কিত মুদ্র প্রাপ্ত হওয়ার ঐতিহাসিকগণ অকুমান করেন যে, তিনি নিজ ভূজ বলে বহুদেশ জয় করিয়া একটা বিস্তীর্ণ সাম্রাজ্য স্থাপন করিয়াছিলেন । অধ্যাপক লাসেনের মতে মিলিন্দ ১৪৪ খৃঃ পূৰ্ব্বে রাজ্যfধকার প্রাপ্ত হন। ঐতিহাসিক ষ্ট্রাবে। তাহার বিজয়কাহিনী লিপিবদ্ধ করিয়া গিয়াছেন। তার্কের বিবরণী হইতে জান৷ যায় যে, তিনি বত্ত্বিয়ায় রাজ্য করিতেন এবং ১১৫ খৃষ্ট পূৰ্ব্বাস্কে তাহার পরলোক গমনের পর বিভিন্ন রাজধানীর অধিবাসিগণ তাহার ভস্ম লইয়। বিবাদ বাধাইয়াছিল । ৩-৭ পতঞ্জলির মহাভাব্যোক্ত সাকেত (অযোধ্যা) অবরোধবৃত্তাস্ত এবং ঘবনকর্তৃক মাধ্যমিকদিগের পরাভব, যবনরাজ মিনান্দরের ( মিলিদের ) বিজ্ঞয়বাৰ্ত্ত জ্ঞাপন করিতেছে। মিলিন্দ-পন্থ নামক বৌদ্ধগ্রন্থোল্লিখিত মিলিন্দের আনুষঙ্গিক বর্ণনার সহিত মিনান্দারের বিশেষ সোসাদৃশু আছে। মিলিশন ক ( পুং ) সর্পভেদ । মিলিমিল (দেশজ) ১ চর্মরোগভেদ। ২ মিন্‌মিনে । (Measles) মিলাসিলিন (ত্রি ) শিবের নাম। মিলুর, মাদ্রাঞ্জ প্রেসিডেন্সীর মদুর জেলার অন্তর্গত একটা তালুক ও নগর। { মেলুর দেখ । ] মিলকি, অযোধ্যাপ্রদেশের পূৰ্ব্বাঞ্চলবাসী মুসলমান জাতির একটা শাখা। কৃষিকৰ্ম্ম করিয়৷ ইহাদের অধিকাংশই জীবিক। নিৰ্ব্বাহ করে। অনেকে প্রতুত ভুসম্পত্তির অধিকারী হইয়াছে। জাদু মগড়ের অধিবাসিগণের বিশ্বাস, মুসলমান-শাসনাধিকারে ইহার রাজস্বের মিলক (মিলিক) পাইয়৷ ধনশালী হইয়াছে। হিন্দুর মধ্যে কারন্থগণ যেরূপ লেখনদক্ষ এবং রাজকাৰ্য্যে প্রতিভাবানু, মুসলমান সমাজে এই মিলকিরাও তদ্রুপ প্রতিপত্তিশালী । ইংরাজাধিকারেও ইহার বিশেষ উদ্যমের সহিত রাজকাৰ্য্য ও ওকালতা করিতেছে। ইহার কুটনৈতিক বলিয়। স্থানীয় লোকে ইহাদের সরলতায় এবং উদারতায় বিশেষরূপে বিশ্বাসস্থাপন করে না। উত্তরপশ্চিমভারতে ইহাদের নামে এইরূপ একটা প্রবাদ অাছে,— শমলকি ক। জানে পরাএ দিল কি ? পৈঠে দুয়ার নিকৃলে খিড়কি” । - ষ্টছায়। প্রধানতঃ সিয়া ও মুন্নী-সম্প্রদায়ভুক্ত- সকলেই বিশুদ্ধ ভাবে ইসলাম ধৰ্ম্মের অনুজ্ঞ। প্রতিপালন করিয়া থাকে। নিলুম (জন), ইলেণ্ডের জনৈক স্বপ্রসিদ্ধ মহাকবি। তিনি :a::Fifs" (Paradise Lost) * ইংর*ঞ্জী কাব্য রচনা কৰি ঘূৰোপীয় সমাজে এবং ইংরাজী অধ্যয়নপর মুসভ্য भाc १ब्रहे निकt **श्नाडांजन एहेछाcछ्म । उँीश ब्र गिड - § [ ૧૭ના ] م. ة قهيةf মাতার নাম জন ও সারা মিণ্টন। লণ্ডন মহানগরী পিতৃভবনে ১৬০৮ খৃষ্টাব্দের ৯ই ডিসেম্বর তাহার জন্মNয় । তাহার পিতা এক জন সন্ত্রাস্ত বংশীয় ও শিক্ষিত লে ছিলেন । পিতার শিক্ষার দৃষ্টাস্তে পুত্র ও অহুরূপ বিস্কা উপার্জন করিয়াছিল। সংগীতশাস্ত্রে মিণ্টনের পিতার বিশেষ পারদর্শিত “ ছিল । বণির সঙ্গীতেতিহাসে ( Нistory of Music ) šteta রচিত সংগীত গুলি উদ্ধৃত আছে। বর্তমান গ্রন্থকারগণ ইংরাজীতে তাহার. নামে Milton বানান লেখেন, কিন্তু তাহার খৃষ্টধৰ্ম্মগ্রহণের তালিকায় Myron এই রূপ নাম লেখা আছে । \ - মিণ্টন প্রথমে কান্থি জ নগরের র্যাগু কলেজে এবং তৎপরে সেণ্টপল ও প্ৰাইষ্ট কলেজে বিদ্যালাভার্থ গমন করেন। ১৬২৪ খৃষ্টাব্দে তাহার খু ইষ্ট বিদ্যালয়ে প্রবেশ কাল লিপিবদ্ধ আছে। বাল্যাবস্থায় অঙ্কশাস্ত্রে তাছার বিশেষ আগ্রহ ন৷ থাকায় বোধ হয়, তিনি কেন্থি,জ বিদ্যালয়ে বেত্ৰাঘাত থাইয়াছিলেন। খাইষ্ট কলেজে সাত ঘৎসর অধ্যয়নকালে তিনি লাটিন ভাষায় কবিতা লিখিয়া সাধারণের শ্রদ্ধা আকর্ষণ করিয়াছিলেন। র্তাহার বাল্যকালের এই কবিদ্ৰোন্মেষ শুৰিষ্যতে তাহাকে সহযোগী কবিগণের মধ্যে শ্রেষ্ঠ আসন দান করিয়াছিল । বিদ্যালয়ের শিক্ষণ সমাপন করিয়! তিনি তাহার পিতার বাকিংহামসায়ারস্থ হর্টন ভবনে আগমন করেন । এই সময়ে তিনি স্বীয় ধৰ্ম্মমত পরিবর্তন করিয়াছিলেন। গৃহে তিনি পাচ বৎসর কাল থাকিয়া গ্ৰীক ও লাটিন ভাষার প্রসিদ্ধ কাব্যসমূহ অধ্যয়ন করেন। এই কাব্যামোদে থাকিয়। তিমি কল্পনা zirgtā Comus, L’Aliegro, Il Penseroso s Lycidas কাব্য মাল। গ্রন্থন করিয়াছিলেন । ১৬৩৭ খৃষ্টাব্দে তাহার মাতার পরলোকগমনের পর তিনি স্বদেশ ছাড়িয়৷ যথাক্রমে ফ্লোরেন্স, রোম, নেপলস ও ভিনিস পরিদর্শন করিয়াছিলেন । এই সময়ে তাৎকালিক স্ব প্রসিদ্ধ পণ্ডিত গ্রোসিয়াস, গালিলিও এবং টাসোর প্রতিপালক মনসোর সহিত র্তাহার পরিচর হয়। অতঃপর তিনি সিসিলি ও গ্রা পরিভ্রমণে অভিলাষী হইয়াছিলেন, কি ইংলণ্ডের রাজনৈতিক বিপ্লধ উত্তরোত্তর ঘনীভূত হইতে দেখি ॥ তিনি ভ্রমণাসন বিসর্জন দিয়া ১৯৩৯ খৃষ্টাব্দে স্বদেশে প্রস্তা গমন করিলেন এবং রাজনৈতিক কাৰ্য্যপরম্পরা পৰ্য্যবেক্ষণে অভিনিবিষ্ট ইলেন। রাজনৈতিক কার্য্যে লিপ্ত থাকিয়। এবং তাছার আলোচনা •la sēn fefa » es zttv Oı Reformation, Prelatical