পাতা:ইন্দ্রচন্দ্র.pdf/২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যষ্ঠ পরিচ্ছেদ। مسحس-سسسات ملا: س-سستتاح রাজকুমার রায় । “অঙ্কেfহস্ত দেশষে গুণসন্নিপাতে, নিমজ্জতীনদরিতি যোব ভাষে । নুনং ন দৃষ্টিং কবিনাপিতেন, দারিদ্র্য দোষে গুণরাশিনাশী | * মন্দারমীলা । রাজকুমার রায় রাঢ়ীশ্রেণীয় ব্রাহ্মণ—বংশজ। চন্দ্রশিখর চট্টোপাধ্যায়ের জমীদারী গৌরাঙ্গ পুরেই বাস । অতি অল্প বয়সেই রাজকুমার পিতৃহীন হয়। রাজকুমারের পিতা গৌরীশঙ্কর রায়ের কয়েক ঘর যজমান ছিল ; তাঁহাদেরই পৌরহিত্য করিয়া কায় ক্লেশে সংসার নির্বাহ করিতেন, সুতরাং মৃত্যুকালে কিছুই রাখিয়া যাইতে পারেন নাই । পিতৃহীন বালক রাজকুমার গ্রাম্য গুরু মহাশয়ের পাঠশালে কয়েক বৎসর পড়িয়া যৎকিঞ্চিৎ বাঙ্গাল লেখাপড়া শিখিয়াছিল ; তাহারই সাহায্যে জমীদার সরকারে ছয় টাকা মাহিনায় একটা মুহুরী গিরি পাইয়া এক রকমে দিন নির্ব্বাহ করিতেছিল । বিনামেঘে বজ্রাঘাত ;--- অকস্মাৎ চাকুরী গেল । পুত্রবধূর মুখাবলোকন করিবে বলিয়া রাজকুমারের মাত যাহা দুই চারি বিঘা ব্রহ্মোত্তর জমী ছিল, বন্ধক দিয়া এবং তাহার উপর কিছু ঋণ করিয়া তিন শতটাক - ణ్డు - - .