পাতা:ইন্দ্রচন্দ্র.pdf/৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

६७ ইন্দ্রচন্দ্র । । পণ দিয়া অতি অল্পবয়সেই রাজকুমারের বিবাহ দিয়াছিলেন । মাতা, ত্রয়োদশবর্ষীয়া এক বিধবা ভগিনী, স্ত্রী এবং দুইটী শিশু সন্তান রাজকুমারকে ভরণ পোষণ করিতে হয় । অদ্য এক মাস হুইল রাজকুমারের চাকুরী গিয়াছে। দিন আর যায় না । চাকুরী করিয়া রাজকুমার কিছুই সঞ্চয় করিয়া রাখিতে পারে নাই ; স্বতরাং বিপদগ্রস্ত হইতে হইল। প্রথম দুই চারি দিন বন্ধুবান্ধবগণের নিকট ঋণ করিল ; শেষ যখন সকলে জানিল রাজকুমারের চাকুরী গিয়াছে, তখন আর কেহ ঋণ দিল না ; অগত্যা ঘটবাট ইত্যাদি গৃহ সামগ্রীর উপর হাত পড়িল । কতক বা বন্ধক দিয়া কতক বা ৰিক্রয় করিয়া রাজকুমার আরও কয়েকদিন স্ত্রীপুত্র দিগকে দুই বেলা দুই মুঠ খাওয়াইল ; কিন্তু আর চলে না । আজ আর কিছুই নাই, যাহা দিয়া রাজকুমার চাৰিটা চাউলের সংস্থান করিতে পারে। দুই eझ्द्र श्रठौऊ श्हेल खेनांप्न हैंiफ़ि फ़ज्रिण न । ब्रांछकूभांरब्रड्र ঘাত রাজকুমারের উপর কি জানি কিকারণে অভিমান করিয়া দাওয়ার উপর একপাশ্বে বসিয়া আছেন ; ভগিনী পাড়া বেড়াইতে গিয়াছে, স্ত্রী কনিষ্ঠ পুত্রকে স্তনপুনি করাইতেছেন। cचार्छ भूत्वगै धाझेदांब खछ भांडांद्र निक उँ*ङ्गव कब्रिटऊरह । অtয় রাজকুমার। রাজকুমার উঠানে বসিয়া তামাক সাজিতেছে, থাইতেছে,-চালিতেছে—আবার সাজিতেছে, আবার খাইতেছে, আবার ঢালিতেছে ; জায় আকাশ পাতাল কত কি ভাৰিতেছে । এপাড়া সেপাড়া বেড়াইয়া অনেকক্ষণের পর ভগিনী ৰাষ্টী জাসিল দেখিয়া রাজকুমার বলিল, “দেখ সরস্বতী এত কয়ে বলেও তোর পাড়া বেড়ান রোগটা গেল না ? এতে কেউ