পাতা:Dialogues, Intended to Facilitate the Acquiring of the Bengali Language.djvu/১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

কথোপকথন।

চাকর ভাড়াকরণ।

 সাহেব সেলাম।

 সেলাম।

 তুমি কেটা। তোমার বাটী কোথায়।

 সাহেব আমার নাম রমজান। আমার বাটী কলিকাতায়।

 কহ কি নিমিত্তে আসিয়াছ।

 সাহেব আমি বেকার আছি চাকরির চেষ্টায় আসিয়াছি।

 তুমি কি কার্য্যের চাকরি করহ।

 সাহেব আমি সাহেবলোকের খানসামাগিরি কায করিয়া থাকি। পূর্ব্বে খিদ মতগার ছিলাম এখন খানসামাগিরি করি।


 খানসামা কি কার্য্য করে।

 সাহেব খানসামা সাহেবলোকের খানার আয়োজন করে এবং লওয়াজেমা সমস্ত সামগ্রী খানসামার জিম্মা থাকে আর২ ছোট চাকরলোক খানসামার নীচে।


তৎকথা।

 খানসামা সাহেরলোকের দরকারি কয় জন চাকর। এবং তাহারদের পদবী কি২।

 সাহেব আবশ্যক চাকর এই কয় জন খানসামা খিদমতগার মসালচি বাবর্চি আবদার ভেস্তি মেহতর ধোবা হুকাবরদার বেহারা পেয়াদা চৌকিদার দরবান।



 খানসামা এ সকল চাকরে কি২ কায করে।

 সাহেব আপন২ ছদ্দার কায আপনি আঞ্জাম করে।