পাতা:পৃথিবীর ইতিহাস - প্রথম খণ্ড (দুর্গাদাস লাহিড়ী).pdf/৪২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8૦ ভারতবর্ষ } । প্রতদ্বনের পিতার নাম—দিবোদাল ; এবং সে দিবোদাস কাশীরাজ্যের অধিপতি বলিয়া পরিচিত। এদিকে আবার, রামায়ণে দেখিতে পাই,—কাশীর রাজা প্রতদনের সহিত রামচঞ্জের মিত্রতা-সম্বন্ধ। রামের রাজ্যাভিষেক উপলক্ষে এবং লঙ্কার মহাসমরে তিনি রামচন্দ্রের সহায়তা করিতেছেন। সেই প্রতদন এবং এই প্রতঙ্গন এক ব্যক্তি কিনা, নির্ণয় করা দুঃসাধ্য। প্রতদন, দিবোদাস এবং তাহার পূর্ব-পুরুষগণ সম্বন্ধে বহু কাহিনী প্রচলিত আছে । ইহঁদের উৰ্দ্ধতন পুরুষে হৰ্য্যশ্বের ( কেহ কেহ বলেন, কেতুমানের অপর নাম—হর্য্যশ্ব ) রাজত্বকালে যদু-বংশীয় হৈহয়-পুস্ত্রগণ অনেকবার কাশী আক্রমণ করিয়াছিলেন। হৈহয়গণের হস্তে হৰ্য্যখ নিহত হন। হর্ষ্যশ্বের পুত্র স্কুদেবও রাজ্য প্রাপ্ত হইয়া হৈহয়গণ কর্তৃক নিহত হইয়াছিলেন । দিবোদাস এবং প্রতদনের সময়েও হৈহয়গণের সহিত র্তাহাদের যুদ্ধ চলিয়াছিল। হৈহয়-বংশীয় ভদ্রশ্রেণ্য নৃপতি, স্থদেবের সংহার-সাধন করিয়া, বারাণসী অধিকার করেন। দিবোদাস অশেষ আয়াসে ভদ্রশ্ৰেণ্যকে বিনাশ করিয়াছিলেন। ভদ্রশ্ৰেণ্যের পুস্ব—দুৰ্দ্দম, বয়ঃপ্রাপ্ত হইয়া, দিবোদাসকে পরাজয় করেন ; কাশী—দুৰ্দ্দমের অধিকারভুক্ত হয়। প্রতদন, সেই ছৰ্দ্দমকে পরাজিত করিয়া, কাশীর পুনরুদ্ধার-সাধন করিয়াছিলেন । দিবোদাস এবং প্রতদন উভয়েই পরম ধাৰ্ম্মিক এবং বাজিক বলিয়া প্রসিদ্ধ। দিবোদাল কৰ্ম্মগুণে দেবতার স্তায় সম্পূজিত হইয়াছিলেন। দিবোদাসের রাজত্বকালে, ক্ষেমক রাক্ষসের উপদ্রবে, নিকুম্ভের অতিসম্পাতে, কাশী জনশূন্ত ও হত-ত্ৰ হইয়াছিল। দিবোদাস সেই সময়ে গোমতী-তীরে রাজধানী স্থাপন করিয়াছিলেন । দিবোদাস মহীপতির প্রতাপ এবং তাহার নির্মাণ-প্রাপ্তির বিষয়, স্কন্দপুরাপান্তর্গত কাশী-খণ্ডে বিশদ-ভাবে বর্ণিত আছে । তিনি কাশীর বহু জীবৃদ্ধি-সাধন করিয়াছিলেন । * কাশীখণ্ডের মতে, দিবোদালের অপর নাম—‘রিপুঞ্জয় । বিষ্ণুর আদেশে, গঙ্গার পশ্চিম তটে, তিনি দিবোদাপেশ্বর শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন। সে মতে, জ্যেষ্ঠ পুত্র সমপ্রয়কে (মতান্তরেসঞ্জয়কে ) রাজ্য প্রদান করিয়া, তিনি নিৰ্ব্বাণ লাভ করিয়াছিলেন। এই বংশের অলৰ্ক কাণীর প্রনষ্ট-গৌরব পুনরুদ্ধার করেন। তাহার শাসন-কালে বারাণসী নগরী রমণীয় বেশে সুসজ্জিত হইয়াছিল । জলর্কের নাম করিতে আবার কত কথাই মনে আসে। অলৰ্কই কি এক জন মার্কণ্ডেয়পুরাণে দেখিতে পাই,-শত্রুজিৎ নামে এক রাজা ছিলেন ; তাহার পুত্রের নাম—ঋতধ্বজ - { ঋতুধ্বজ ), আর সেই ঋতধ্বজের পুত্ৰ-অলৰ্ক মহীপতি। সেই অলর্কের জলঙ্গ-প্রসঙ্গ। দুই জ্যেষ্ঠ সহোদর ছিলেন ; তাহাদের নাম-বিক্রান্ত ও সুবাহু । শত্ৰু-কুলকে দমন করিয়া, মহীপতি অলৰ্ক জরিমর্দন নামে অভিহিত হইয়াছিলেন । কাশী-নরেশ অলৰ্ক এবং এই ঋজ্ঞাজ-পুত্ৰ অলৰ্ক উভয়ে যে স্বতন্ত্র ব্যক্তি ছিলেন, তাহ সহজেই প্রতীত হয়। মার্কণ্ডেয়-পুরাণে লিখিত আছে—‘অলর্কের ভ্রাতা স্ববাহ, ৰাজ্য-লাভের নিষিক্ত অনেক বার কাশীপতির শরণাপন্ন হইয়াছিলেন ;_আল_লেই SDDDDDDDDBS BBDDDDDDD DDD DD BBBB BBB DtS