পাতা:পথের দাবী নাটক.djvu/১২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> >b* পথের দাবী চতুর্থ অঙ্ক ডাক্তার। নিশ্চয় এসেচে। আমি পায়ের শব্দ পেয়েচি । দরজার কাছে আসিয়া হীরসিং দাড়াইয় স্তালুট করিল সুমিত্র এসেচেন ? হীরালিং। সাম্পানে আছেন। ডাক্তার। ভারতী, তোমাকে ভাই খানিকক্ষণ কবির কাছে থাকতে হবে, সুমিত্রীকে নিয়ে আমি একটা কাজে যাব । ভারতী । কিন্তু দাদা— ডাক্তার। শশির পুরে পরিচয় পাবার পরও তুমি ওর কাছে থাকতে সম্বোচ কর ? শশি অপূৰ্ব্বর চেয়েও দুৰ্ব্বল নয়। বলিযা ঘর হইতে বাহিরে চলিযা গেল। শশি ও ভারতী চুপ করিয়া দাডাইল ভারতী। ডাক্তার আপনাকে খুবই স্নেহ করেন । শশি । জাপানে একবার আমাদের দুজনকেই পালাতে হয়। সেই সময় আমাকে পিঠে নিয়ে দোতলা থেকে উনি একতলায় নেমেছিলেন rain water পাইপ বেরে। কে কাকে বোমা মেরেছিল। কিন্তু আমরা বিদেশী বলেই তাড়া করল আমাদের। ভারতী । ওসব খুনোখুনির কথা থাক শশিবাবু? যদি আপত্তি না থাকে আপনি আমাকে বেঙ্গল শোনান । শশি । আপত্তি আবার কিসের ? শশি বেহালা তুলিয়া লইয়া বাজাইতে লাগিল, ভারতী বসিয়া বসিয়া • গুলিতে লাগিল । ঝড় জল আসিল শশি । ওই যা ঝড় জল একসঙ্গেই এল ?