পাতা:পথের দাবী নাটক.djvu/১২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

》》8 পথের দাবী চতুর্থ অঙ্ক শশি । আপনার ঘরে ঝাউ পাতা দিয়ে “পথের দাবী” লেখা ছিল না ? আমিও তাই “শশি” আর নবতারার “তারা” Compound করে, শশিতার করে নিলুম—বাড়ীর নাম করলুম “শশিতার লজ”, কিন্তু নামটা তুলে ফেলতে হবে । তারতী। কেন ? শশি । বিয়ে আর গেল না। ডাক্তার। সে কি হে ! আমরা যে নেমস্তন্ন খেতে এলুম। শশি। খাবাব ব্যবস্থা ঠিকই আছে, শুধু ওই বিয়ের ব্যবস্থাটাই বদলে গেছে । ভারতী। আপনি কি বলচেন শশিবাবু! শশি । কাল রাতে নবতাবার ওখান থেকে এসে ফর্দটা করে ফেললুম। আজ সকালে গেটেল থেকে খাবাব আনলুম, দুজনার কাপড় জামা বিছানা পত্তব কিছু কিছু কিনে ফেললুম। ঘরটা সবে সাজিয়ে ফেলেচি, এমন সময় নবতারা এলেন—ফিরোজা রংয়ের শাড়ী পরে। বেশ মানিয়ে ছিল। একগ্লাস জল খাইল তিনি বল্লেন, ভুল ধরা পড়লেই তা শোধরাতে হয়। আমি বল্লুম— বুদ্ধিমানেরাই তাই করে থাকে। তিনি বল্লেন—ভুল করেই তিনি ভেবেছিলেন এ বিয়েতে আমরা সুখী হব। আমি বল্লুম-বিয়েতে যে মুখ পাওয়া যায়, এ বিশ্বাস আমাব নেই। তিনি বল্লেন—যাকে বিয়ে করে মুখ পাওয়া যায়, তার সন্ধান তিনি পেয়েছেন। আমি বল্লুম— তথাস্ত । ডাক্তার। ’ বা বা কবি । তুমি সত্যিকারের রস-বৈদাস্তিক ? शं: शं: शं: