পাতা:পথের দাবী নাটক.djvu/১১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Yeb. পথের দাবী তৃতীয় অঙ্ক সুমিত্রা। আপনার কিছু বলবার আছে ? অপূৰ্ব্ব । বল্বার । ( ঘনঘন ঘাড় নাড়িয়া প্রায় রুদ্ধ কণ্ঠে ) না । ডাক্তার ৷ তোমার রিভলবার ? হীরসিং । উন্‌কী পাস হ্যায়। গ্নমিত্রাকে দেখাইল ডাক্তার। সুমিত্রা, রিভলবার দাও । সুমিত্র বোর্ট হইতে খুলিয়া দিন আর কার কাছে আছে ? •

  1. 83 of It: I Here is mine.

ডাক্তার। ব্রজেন্দ্ৰ ! ব্ৰজেন্দ্র। ও সব কিছুর ধার ধারি না ! ডাক্তার। সুমিত্রা, তুমি বল্লে ডেথ, সেণ্টেন্স আমরা দিলুম। কিন্তু ভারতী ত দেয়নি। স্বমিত্র । ভারতী দিতে পারে না। ডাক্তার। পারা উচিত নয় । তাই না ভাবতী ? ভারতী মুখ তুলিল অপূৰ্ব্ববাবু যা করে ফেলেছেন সে আর ফিরবে না। ফল আমাদের ভোগ করতে হবেই। শাস্তি দিলেও হবে, না দিলেও হবে । তাই আমি বলি শাস্তি দিয়ে কাজ নেই। একদিন ভারতী ওর দায়িত্ব নিয়ে ছিলেন, আজও ভারতীর ওপরই ওর ভার দি। ভারতীই এই দুৰ্ব্বল মানুষটকে মজবুত করে তুলুন। কি বল স্বমিত্ৰা ? স্বমিত্রা । না, তা হতে পারে না ।