পাতা:পথের দাবী নাটক.djvu/১১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

o E পথের দাবী তৃতীয় অঙ্ক চেষ্টা করচে। খবব নিয়ে জানলুম বাড়ীতে দুট লেডী টিচার থাকত । সকালে তার বেরিয়ে যায়। আর বিকেলেই আগুন লাগে । নিমাই । লেডি টিচারদের সঙ্গে কেউ ছিল ? রমেন। এক শিখ ভদ্রলোক ছিলেন । জগদীশ । শিখ ? বিলাস । বোধ হয় চেলিয়া যাকে দেখেছিল । জগদীশ । চেলিয়াব মতে ঐ শিখই সব্যসাচী । নিমাই । আমার মতেও তাই । ‘পথের দাবী ঘরের গণ্ডী ভেঙ্গে পথে প। দিল । এইবাব তার পদচিহ্ন প্রকাশ পাবে রক্ত-লেখায় । বিলাস তোমার মামলা গেল । তলোষারকর গেল, ক্লষ্ণ আইয়াব গেল, ধরবার ছোবার মত কিছুই আর রইল না । জগদীশ । আপনি কি বলচেন স্যার ? নিমাই। অপূৰ্ব্বর বাসায় গিয়েছিলে ? রমেন । হুঁ, কিন্তু তাকে পেলুম না । নিমাই । পেলে না ? রমেন । ন! Sir ! নিমাই। হয়ত বেচার অপূৰ্ব্বও গেল। কপালে হাত দিয়া ধীরে ধীরে বসিয়া পড়িলেন । অন্তর বিস্মযে হতবাক্ হইহ তাহার দিকে চাহিয়; য়ঞ্চিল