পাতা:কাব্যগ্রন্থ (নবম খণ্ড).pdf/৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পাইনি । যিনি সুপুরুষের শ্রেষ্ঠ তাকে দেখব এ লোভ কি ছাড়া যায় ! স্বরঙ্গম। । ঐ যে মা একটা হাওয়া আসচে । সুদৰ্শন । হাওয়া ? কোথায় হাওয়া ? স্তরঙ্গম। । ঐ যে গন্ধ পাচ্চ না ? সুদৰ্শন ! না, কই গন্ধ পাচ্চিনে ত ! স্তরঙ্গমা । বড় দরজাটা খুলেছে—তিনি আসচেন, ভিতরে আসচেন । স্থদর্শন । তুই কেমন করে টের পাস ? স্তরঙ্গমা । কি জানি মা ! আমার মনে হয় যেন আমার বুকের ভিতরে পায়ের শব্দ পাচ্চি। আমি তার এই অন্ধকার ঘরের সেবিকা কিনা তাই আমার একট। বোধ জন্মে গেছে—আমার বোঝবার জন্যে কিছুক্ত দেখবার দরকার হয় না । স্থদর্শন । আমার যদি তোর মত হয় তা হ’লে যে বেঁচে যাই । স্তরঙ্গমা। তবে মা হবে । তুমি দেখব দেখব করে যে অত্যন্ত চঞ্চল ত’য়ে রয়েছ সেই জন্ত্যে কেবল দেখবার দিকেই তোমার সমস্ত মন পড়ে রয়েছে । সেইটে যখন ছেড়ে দেবে তখন সব আপনি সহজ হ’য়ে যাবে। 腺 সুদৰ্শন । দাসী হ’য়ে তোর এত সহজ হ’ল কি করে ? রাণী হ’য়ে আমার হ’ল না কেন ? স্তরঙ্গম । আমি যে দাসী সেই জন্যেই এত সহজ হ’ল । У о