পাতা:কাব্যগ্রন্থ (পঞ্চম খণ্ড).pdf/৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
চিত্রাঙ্গদা

করিতেছ খেলা। একান্ত যতনে যারে
তুলিছ সুন্দর করি’ বহুকাল ধরে'
নিমেষে যেতেছ তা'রে ফেলি’ ধূলিতলে
পিছে না ফিরিয়া। আর বেশি দিন নাই;
আনন্দচঞ্চল দিনগুলি, লঘুবেগে,
তব পক্ষ-সমীরণে, হুহু করি’ কোথা
যেতেছে উড়িয়া, চ্যুত পল্লবের মত।
হর্ষঅচেতন বর্ষ শেষ হ'য়ে এল।


৪০