পাতা:কাব্যগ্রন্থ (পঞ্চম খণ্ড).pdf/৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
মালিনী

চিরকাল আছে। ধর তুমি সেই ধর্ম্ম,
সরল সে পথ। লহ ব্রতক্রিয়াকর্ম্ম
ভক্তিভরে। শিবপূজা কর দিনযামী,
বর মাগি' লহ বাছা তাঁরি মত স্বামী।
সেই পতি হবে তাের সমস্ত দেবতা,
শাস্ত্র হবে তাঁরি বাক্য, সরল এ কথা।
শাস্ত্রজ্ঞানী পণ্ডিতেরা মরুক ভাবিয়া
সত্যাসত্য ধর্ম্মাধর্ম্ম কর্ত্তাকর্ম্মক্রিয়া
অনুস্বর চন্দ্রবিন্দু ল'য়ে! পুরুষের
দেশভেদে কালভেদে প্রতিদিবসের
স্বতন্ত্র নূতন ধর্ম্ম; সদা হাহা করে’
ফিরে তা'রা শান্তি লাগি’ সন্দেহ-সাগরে,
শাস্ত্র ল’য়ে করে কাটাকাটি। রমণীর
ধর্ম্ম থাকে বক্ষে কোলে চিরদিন স্থির
পতিপুত্ররূপে!

রাজার প্রবেশ


রাজা


   কন্যা, ক্ষান্ত হও এবে,
কিছুদিনতরে। উপরে আসিছে নেবে
ঝটিকার মেঘ।

৭৪