পাতা:কাব্যগ্রন্থ (পঞ্চম খণ্ড).pdf/৩০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
লক্ষ্মীর পরীক্ষা

ক্ষীরাে


রাণী বটি, তবু নইক বােকা,
পারবে না দিতে মিথ্যে ধোঁকা;
করবেই তা'রা দস্যুবৃত্তি,
মাইনেটা দেওয়া মিথ্যে মিথ্যি।
প্রজাদের ঘরে ডাকাতি করে
তা বলে’ করবে রাণীরো ঘরে?

তারিণী


তা'রা বলে রাণী কল্যাণী যে
নিজের রাজ্য দেখেন নিজে।
নালিশ শােনেন নিজের কানেই,
প্রজাদের পরে জুলুমটা নেই।

ক্ষীরাে


ছােটমুখে বলে বড় কথাগুলা,
আমার সঙ্গে অন্যের তুলা?
মালতী!

মালতী


  আজ্ঞে!

কি কর্ত্তব্য?

২৮৭