পাতা:কাব্যগ্রন্থ (নবম খণ্ড).pdf/৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজা জিভ কেটে কুকবকে দিয়ে খাওয়াত, তুমি বল কিনা আমাদের রাজাকে বিকট দেখতে ! বিরূপক্ষ । দেখ দিশু মুখ সামলে কথা ক ও ! বিশ্ববস্ত । মুখ যে কার সামলানো দরকার সে তার বলে’ কাজ নেই ! প্রথম। চুপ্‌ চুপ এ সব ভালো হচ্চে না । আমাকে স্বদ্ধ বিপদে ফেলবে দেখ চি ৷ আমি এসব কথার মধ্যে নেই । ( প্রস্তান ) ( ঠাকুর্দাকে একদল লোকের টানাটানি করিয়া লইয়া প্রবেশ ) প্রথম । ঠাকুর্দা, তোমাকে আজ এমন করে সাজালে কে ? মালাটি কোন নিপণ হাতের গাথা ? ঠাকুর্দা । ওরে বোকারা, সব কথাষ্ট কি খোলসা করে বলতে হবে না কি ? কি ঢাকা থাকবে না ? দ্বিতীয় । দরকব নেই দাদা, তোমাল ত সব ফাঁস হয়েষ্ট আছে । আমাদের কবিকেশরী তোমার নামে যে গান বেঁধেচে শোননি বুঝি ? সে যে ঘরে ঘরে রটে গেছে । ঠাকুর্দা । একটা ঘরই যথেষ্ট, ঘরে ঘরে শুনে বেড়াবার কি সময় আছে ? তৃতীয় । ওটা তোমার নেহাৎ ফাকা বড়াই ! ঠাকরুণদিদি 어