পাতা:কাব্যগ্রন্থ (পঞ্চম খণ্ড).pdf/১৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
মালিনী

সেই বিচারক। সে যদি জিনিত আজি
দৈবক্রমে—সে বসিত বিচারক সাজি’
তুমি হ’তে অপরাধী।

মালিনী


    রাখ প্রাণ তা'র
মহারাজ! তা'র পরে স্মরি উপকার
হিতৈষী বন্ধুরে তব যাহা ইচ্ছা দিয়াে
লবে সে আদর করি।

রাজা


    কি বল সুপ্রিয়।
বন্ধুরে করিব বন্ধুদান?

সুপ্রিয়


    চিরদিন
স্মরণে রহিবে তব অনুগ্রহঋণ
নরপতি।

রাজা


  কিন্তু তা'র পূর্ব্বে একবার
দেখিব পরীক্ষা করি’ বীরত্ব তাহার।
দেখিব মরণভয়ে টলে কি না টলে
কর্ত্তব্যের বল। মহত্ত্বের শিখা জ্বলে
নক্ষত্রের মত,—দীপ নিবে যায় ঝড়ে,
তারা নাহি নিবে।—সে কথা হইবে পরে।

১২১