পাতা:কাব্যগ্রন্থ (পঞ্চম খণ্ড).pdf/২০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
নাট্য-কবিতা

শুনিয়া আরতিধ্বনি,একদিন কবে
আয়ুশেষে মৃত্যু তােরে লইবে নীরবে-
পতিত কুসুমে ল’য়ে পঙ্ক ধুয়ে তা'র
গঙ্গা যথা দেয় তা’রে পূজা-উপহার
সাগরের পদে।

অমাবাই


   পুত্র মাের!

বিনায়ক রাও


     তা'র কথা
দূর কর। অতীত-নির্ম্মুক্ত পবিত্রতা
ধৌত করে’ দিক্ তােরে। সদ্য শিশুসম
আরবার আয় বৎসে পিতৃকোলে মম
বিস্মৃতি মাতার গর্ভ হ'তে।নব দেশে,
নব তরঙ্গিণীতীরে, শুভ্র হাসি হেসে
নবীন কুটীরে মাের জ্বালাবি আলােক
কন্যার কল্যাণ করে।

অবাবাই


    জ্বলে পতিশােক,
বিশ্ব হেরি ছায়াসম; তােমাদের কথা
দূর হতে আনে কানে ক্ষীণ অস্ফুটতা,

১৯২