পাতা:কাব্যগ্রন্থ (ষষ্ঠ খণ্ড).pdf/৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অঙ্ক কিনু নাপিত আমিও সেই কথা বলি । কুঞ্জর আমিও ত তাই ঠাওরাচি । শ্ৰীহর আমি বরাবর বলে আসছি, ঐ কায়স্থর পোকে বলতে দাও । আচ্ছা দাদা, তুমি রাজাকে ভয় করবে না ? মন্নরাম কায়স্থ ভয় আমি কাউকে করিনে। তোরা লুঠ কৰ্ত্তে যাচ্ছিস, আর আমি দুটো বলতে পারি নে ? মনস্থখ দাঙ্গা করা এক, আর কথা বলা এক। এই ত বরাবর দেখে আসচি, হাত চলে কিন্তু মুখ চলে না। কিনু মুখের কোনো কাজটাই হয় না—অন্নও জোটে না, কথাও ফোটে না । 이 6–2