পাতা:কাব্যগ্রন্থ (ষষ্ঠ খণ্ড).pdf/২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজা ও রাণী মন্ত্রী আমি পারিব না তাহা । আপন আত্মীয় জনে করিবে বিচার রমণী, এমন কথা শুনি নাই কভু । দেবদত্ত শুধু শাস্ত্র জান মন্ত্রী ! চেন না মানুষ ! বরঞ্চ আপন জনে আপনার হাতে দণ্ড দিতে পারে নারী ; পারে না সহিতে পরের বিচার । মন্ত্রী ওই শুন কোলাহল । দেবদত্ত এ কি প্রজার বিদ্রোহ ? মন্ত্রী চল দেখে আসি । >8