পাতা:কাব্যগ্রন্থ (ষষ্ঠ খণ্ড).pdf/৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

; প্রথম অঙ্ক সুমিত্রা যাও, নাথ, যাও ! বিক্রমদেব বার বার এক কথা ! নিৰ্ম্মম, নিষ্ঠর । কাজ, কাজ, যাও যাও । যেতে কি পারিনে আমি ? কে চাহে থাকিতে ? সবিনয় করপুটে কে মাগে তোমার সযত্নে ওজন-করা বিন্দু বিন্দু কৃপা ? এখনি চলিলু । অয়ি হৃদিলগ্ন লতা ! ক্ষম মোরে ক্ষম অপরাধ ; মোছ আঁখি, স্নান মুখে হাসি আন, অথবা ভ্ৰকুটি ; দাও শাস্তি, কর তিরস্কার । স্থমিত্র মহারাজ, এখন সময় নয়,—আসিয়ে না কাছে ; এই মুছিয়াছি অশ্রু, যাও রাজ-কাজে । বিক্রমদেব হায় নারী, কি কঠিন হৃদয় তোমার ! কোনো কাজ নাই প্রিয়ে, মিছে উপদ্রব ! \లు) 6–3