পাতা:কাব্যগ্রন্থ (ষষ্ঠ খণ্ড).pdf/৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজা ও রাণী কিন্তু তা ঠিক বলেছ ভাই—শাস্তর আর অস্তর—কখনো শাস্তর কখনো অস্তর—আবার কখনো অস্তর কখনো শাস্তর। জওহর কিন্তু বড় গোলমাল হচ্ছে । কথাটা কি যে স্থির হ’ল বুঝতে পারছিনে। শাস্তর না অস্তর ? শ্ৰীহর কলু বেটা র্তাতি কি না, এইটে আর বুঝতে পাল্লিনে ? তবে এতক্ষণ ধরে কথাটা হ’ল কি ? স্থির হ’ল যে শাস্তরের মহিমা বুঝতে ঢের দেরি হয়, কিন্তু অস্তরের মহিমা খুব চট্‌পট্‌ বোঝা যায়। অনেকে (উচ্চস্বরে ) তবে শাস্তর চুলোয় যাক—অস্তর ধর । দেবদত্তের প্রবেশ দেবদত্ত বেশি ব্যস্ত হবার দরকার করে না। চুলোতেই যাবে শীগগির, তা’র আয়োজন হচ্চে। বেটা তোরা কি বলছিলি রে ? २२