পাতা:কাব্যগ্রন্থ (ষষ্ঠ খণ্ড).pdf/২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজা ও রাণী ছিল না সুস্থির! আমি শুধু ভাবি, যার ঘরের ব্রাহ্মণী ফিরে পরের সন্ধানে, সে কেমনে কাব্য লেখে ছন্দ গেথে গেথে পরম নিশ্চিন্তু মনে ? বিক্রমদেব মিথ্যা অবিশ্বাস । ও কেবল ইচ্ছাকৃত আত্মপ্রবঞ্চনা ! ক্ষুদ্র হৃদয়ের প্রেম নিতান্ত বিশ্বাসে হ’য়ে আসে মৃত জড়বৎ—তাই তারে জাগায়ে তুলিতে হয় মিথ্যা অবিশ্বাসে। হের, ওই আসিছেন মন্ত্রী। স্ত,পাকার রাজ্যভার স্বন্ধে নিয়ে। পলায়ন করি } দেবদত্ত রাণীর রাজত্বে তুমি লওগে আশ্রয় ! ধাও অন্তঃপুরে । অসম্পূর্ণ রাজকাৰ্য্য দুয়ার বাহিরে পড়ে থাক ; স্ফীত হোক যত যায় দিন ! তোমার দুয়ার ছাড়ি ক্রমে উঠিবে সে উদ্ধদিকে,—দেবতার বিচার-আসন পানে ! У о