পাতা:কাব্যগ্রন্থ (ষষ্ঠ খণ্ড).pdf/১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজা ও রাণী এক বই পিতা নয় তারি নাম ভুলি, দেবতা তেত্রিশ কোটি গড় করি সবে ! স্বন্ধে ঝুলে পড়ে আছে শুধু পৈতে খান তেজহীন ব্রহ্মণ্যের নির্বিবষ খোলষ ! বিক্রমদেব তাই ত নিৰ্ভয়ে আমি দিয়েছি তোমারে পৌরোহিত্য ভার। শাস্ত্র নাই, মন্ত্র নাই, নাই কোনো ব্রহ্মণ্য বালাই । দেবদত্ত তুমি চাও নখদন্তভাঙা এক পোষা পুরোহিত ! বিক্রমদেব পুরোহিত, একেকটা ব্রহ্মদৈত্য যেন । একেত আহার করে রাজস্বন্ধে চেপে সুখে বারো মাস, তা’র পরে দিন রাত অনুষ্ঠান, উপদ্রব, নিষেধ, বিধান, অনুযোগ, অনুস্বার বিসগের ঘটা— দক্ষিণায় পূর্ণ হস্তে শূন্ত আশীৰ্ব্বাদ ! 8