পাতা:কাব্যগ্রন্থ (ষষ্ঠ খণ্ড).pdf/৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজা ও রাণী নববধূ সম ; সম্মুখে গম্ভীর নিশা বিস্তার করিয়া অন্তহীন অন্ধকার এ কনক-কান্তিটুকু চাহে গ্রাসিবারে তেমনি দাড়ায়ে আছি হৃদয় প্রসারি’ ওই হাসি, ওই রূপ, ওই তব জ্যোতি পান করিবারে ; দিবালোক-তট হ’তে এস, নেমে এস, কনক চরণ দিয়ে এ অগাধ হৃদয়ের নিশীথ সাগরে কোথা ছিলে প্রিয়ে ? সুমিত্র নিতান্ত তোমারি আমি সদা মনে রেখে এ বিশ্বাস। থাকি যবে গৃহ-কাজে—জেনো নাথ, তোমারি সে গৃহ, তোমারি সে কাজ বিক্রমদেব থাক গৃহ, গৃহ-কাজ ! সংসারের কেহ নহ, অন্তরের তুমি ; অন্তরে তোমার গৃহ—আর গৃহ নাই— বাহিরে র্কাভুক্‌ পড়ে’ বাহিরের কাজ ! Հե