পাতা:কাব্যগ্রন্থ (ষষ্ঠ খণ্ড).pdf/৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজা ও রাণী ধান্তপূর্ণ বসুন্ধরা, প্রজা স্থখে আছে, রাজকাৰ্য্য চলিছে অবাধে ; এ কেবল সামান্য কি বিল্প নিয়ে, তুচ্ছ কথা তুলে বিজ্ঞ বৃদ্ধ অমাত্যের অতি-সাবধান ! সুমিত্র ওই শোন ক্রন্দনের ধবনি—সকাতরে প্রজার আহবান ওরে বৎস, মাতৃহীন ন’স তোরা কেহ, আমি আছি—আমি আছি— আমি এ রাজ্যের রাণী, জননী তোদের ! ( প্রস্থান ) এখনো এল না কেন ? কোথায় ব্রাহ্মণ ? ওই ক্রমে বেড়ে ওঠে ক্ৰন্দনের ধ্বনি । দেবদত্তের প্রবেশ দেবদত্ত জয় হোক । WS)8