পাতা:কাব্যগ্রন্থ (পঞ্চম খণ্ড).pdf/৩৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
বিসর্জ্জন

জ্যোতির্ম্ময়ী মাতৃমূর্ত্তি ক্ষুদ্র শিশুটিরে
কোলে করে' এসেছেন, রাখি তা'র শিরে
একটি পদ্মের দল; হাসিমুখে ছেলে
অনিন্দিত কান্তি ধরি, দেবীকোল ফেলে
মা’র কোলে আসিবারে বাড়ায়েছে কর।
কহে দেবী-“রে দুঃখিনী এই তুই ধর
তাের ধন তোরে দিনু।” -রােমাঞ্চিতকায়
নয়ন মেলিয়া কহে-“কই মা, কোথায়?”
পরিপূর্ণ চন্দ্রালােকে বিহ্বলা রজনী;
গঙ্গা বহি চলি যায় করি কলধ্বনি।
চীৎকারি উঠিল নারী-দিবিনে ফিরায়ে?
মর্ম্মরিল বনভূমি দক্ষিণের বারে।

২৫শে আশ্বিন, ১৩০৬

'


৩৬৫