পাতা:কাব্যগ্রন্থ (পঞ্চম খণ্ড).pdf/৪০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
কথা ও কাহিনী

নবীন বদনে অভয় কিরণ
 জ্বলি উঠে উৎসাহি’—
কিশােরকণ্ঠে কাঁপে সভাতল
 বালক উঠিল গাহি-
গুরুজীর জয়, কিছু নাহি ভয়-
 বন্দার মুখ চাহি।

বন্দা তখন বামবাহুপাশ
 জড়াইল তা'র গলে,—
দক্ষিণ করে ছেলের বক্ষে
 ছুরি বসাইল বলে-
গুরুজীর জয় কহিয়া বালক
 লুটাল ধরণীতলে।

 সভা হ’ল নিস্তব্ধ।
বন্দার দেহ ছিঁড়িল ঘাতক
 সাঁড়াশি করিয়া দগ্ধ।
স্থির হ'য়ে বীর মরিল, না করি
 একটি কাতর শব্দ।
দর্শকজন মুদিল নয়ন,
 সভা হ’ল নিস্তব্ধ।


৩০শে আশ্বিন, ১৩০৬

৩৯৪