পাতা:কাব্যগ্রন্থ (পঞ্চম খণ্ড).pdf/২৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
নাট্য-কবিতা

ক্ষীরাে


মরা পাখীরেও শিকার করে'
তবে ত বিড়াল মুখেতে পােরে।
সহজেই পাই তবু দিয়ে ফাঁকি
স্বভাবটাকে যে শাণ দিয়ে রাখি।
বিনা প্রয়ােজনে খাটাও যাকে
প্রয়ােজনকালে ঠিক সে থাকে।
সত্যি বলচি মিথ্যে কথায়
তােমারাে কাছেতে ফল পাওয়া যায়।

কল্যাণী


এবার পাবে না।

ক্ষীরাে


   আচ্ছ। বেশ ত
সেজন্যে আমি নইক ব্যস্ত।
আজ না হয় ত কাল ত হবে,
ততখন মাের সবুর সবে।
গা ছুঁয়ে কিন্তু বলচি তােমার
খুড়ীটার কথা তুলব না আর।

(কল্যাণীর হাসিয়া প্রস্থান)



হরি বল মন! পরের কাছে
আদায় করার সুখও আছে,

২৬০