পাতা:কাব্যগ্রন্থ (ষষ্ঠ খণ্ড).pdf/৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজা ও রাণী অনেকে আগুন ! তা ঠিক বলেছ। বেঁচে থাক ঠাকুর । তবে তাই হবে । তা আমরা আগুনই লাগিয়ে দেব” । ওরে আগুনে পাপ নেই রে । এবার ওঁদের বড় বড় ভিটেতে ঘুঘু চরাব ! কুঞ্জর আমার তিনটে সড়কি আছে । মনস্থখ আমার এক গাছ লাঙ্গল আছে, এবার তাজপর মাথাগুলো মাটির ঢেলার মত চষে ফেলব ! শ্ৰীহর কলু আমার এক গাছ বড় কুড়ল আছে, কিন্তু পালাবার সময় সেটা বাড়িতে ফেলে এসেছি । হরিদীন কুমোর ওরে তোরা মৰ্ত্তে বসেচিস না কি ? বলিস্ কি রে । আগে রাজাকে জানা, তা’র পরে যদি না শোনে, তখন অন্য পরামর্শ হবে । >や