পাতা:কাব্যগ্রন্থ (পঞ্চম খণ্ড).pdf/২৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
কর্ণ-কুন্তী-সংবাদ

দেবি, তুমি মাের মাতা! তােমার আহ্বানে
অন্তরাত্মা জাগিয়াছে-নাহি বাজে কানে
যুদ্ধভেরী জয়শঙ্খ -মিথ্যা মনে হয়
রণহিংসা, বীরখ্যাতি জয়পরাজয়।
কোথা যাব, ল’য়ে চল।

কুন্তী


     ওই পরপারে
যেথা জ্বলিতেছে দীপ স্তব্ধ চন্দ্রাবারে
পাণ্ডুর বালুকাতটে।

কর্ণ


    হােথা মাতৃহারা
মা পাইবে চিরদিন! হােথা ধ্রুবতারা
চিররাত্রি র’বে জাগি সুন্দর উদার
তােমার নয়নে! দেবি, কহ আরবার
আমি পুত্র তব!

কুন্তী


    পুত্র মাের!

কর্ণ


     কেন তবে
আমারে ফেলিয়া দিলে দূরে অগৌরবে

২২৭