পাতা:কাব্যগ্রন্থ (পঞ্চম খণ্ড).pdf/২৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
লক্ষ্মীর পরীক্ষা

মালতী


তিনবার নাকে লাগাও হাতটা।

মতি


টন্ টন্ করে পিঠের বাতটা।

মালতী


তিন পা এগােও, তিনবার ফের
ধূলাে তুলে নেও ডগায় নাকের।

মতি


ঘাট হয়েছিল এসেছি এ পথ,
এর চেয়ে সিধে নাকে দেওয়া খৎ।
জয় রাণীমার, একাদশী আজি।

ক্ষীরাে


রাণীর জ্যোতিষী শুনিয়েছে পাঁজি।
কবে একাদশী, কবে কোন্ বার
লােক আছে মাের তিথি গােরবার।

মতি


টাকাটা সিকেটা যদি কিছু পাই
জয় জয় বলে' বাড়ি চলে' যাই।

২৭৫