পাতা:কাব্যগ্রন্থ (পঞ্চম খণ্ড).pdf/২২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
নরক-বাস

সােমক


     ভগবন,
নিখিলের অশ্রু যেন করেছে সৃজন
বাষ্প হ'য়ে এই মহা অন্ধকার লােক,—
সূর্য্যচন্দ্রতারাহীন ঘনীভূত শােক
নিঃশব্দে রয়েছে চাপি দুঃস্বপ্ন মতন
নভস্তল,—হেথা কেন তব আগমন?

প্রেতগণ


স্বর্গের পথের পার্শ্বে এ বিষাদ লােক,
এ নরকপুরী। নিত্য নন্দন-আলােক
দূর হ'তে দেখা যায়,—স্বর্গযাত্রিগণে
অহােরাত্রি চলিয়াছে, রথচক্রস্বনে
নিদ্রাতন্দ্রা দূর করি ঈর্ষ্যা-জর্জ্জরিত
আমাদের নেত্র হ'তে। নিম্নে মর্ম্মরিত
ধরণীর বনভূমি-সপ্ত পারাবার
চিরদিন করে গান—কলধ্বনি তা'র
হেথা হ’তে শুনা যায়।

ঋত্বিক


   মহারাজ, নাম'
তব দেবরথ হ'তে।

২০৭