পাতা:কাব্যগ্রন্থ (পঞ্চম খণ্ড).pdf/২৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
নাট্য-কবিতা

সােমক


    রথ যাও ল’য়ে
দেবদূত! নাহি যাব বৈকুণ্ঠ আলয়ে।
তব সাথে মাের গতি নরক মাঝারে
হে ব্রাহ্মণ! মত্ত হ'য়ে ক্ষাত্র-অহঙ্কারে
নিজ কর্ত্তব্যের ক্রটি করিতে ক্ষালন
নিস্পাপ শিশুরে মাের করেছি অর্পণ
হুতাশনে, পিতা হ'য়ে। বীর্য্য আপনার
নিন্দুকসমাজমাঝে করিতে প্রচার
নরধর্ম্ম রাজধর্ম্ম পিতৃধর্ম্ম হায়
অনলে করেছি ভস্ম। সে পাপ-জ্বালায়
জ্বলিয়াছি আমরণ,—এখনাে সে তাপ
অন্তরে দিতেছে দাগি’ নিত্য অভিশাপ।
হায় পুত্র, হায় বৎস নবনী-নির্ম্মল,
করুণ কোমলকান্ত, হা মাতৃবৎসল,
একান্ত নির্ভরপর পরম দুর্ব্বল
সরল চঞ্চল শিশু পিতৃ-অভিমানী
অগ্নিরে খেলনাসম পিতৃদান জানি’
ধরিলি দু’হাত মেলি বিশ্বাসে নির্ভয়ে।
তা'র পরে কি ভৎসনা ব্যথিত বিস্ময়ে
ফুটিল কাতর চক্ষে বহ্নিশিখাতলে
অকস্মাৎ। হে নরক, তােমার অনলে

২১৬