পাতা:কাব্যগ্রন্থ (পঞ্চম খণ্ড).pdf/১৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
মালিনী

ওই অঙ্গপরে। মহত্ত্বের অপমান
মরে অপমানে। ধন্য মানি এ পরাণ
ইন্দ্রতুল্য হেন মুর্ত্তি হেরি।

রাজা


(বন্দীর প্রতি)   কি বিধান
হয়েছে শুনেছ?

ক্ষেমঙ্কর


   মৃত্যুদণ্ড।

রাজা


    যদি প্রাণ
ফিরে দিই, যদি ক্ষমা করি?

ক্ষেমঙ্কর


    পুনর্ব্বার
তুলিয়া লইতে হ'বে কর্ত্তব্যের ভার,—
যে পথে চলিতেছিনু আবার সে পথে
যেতে হ'বে।

রাজা


  বাঁচিতে চাহ না কোনােমতে!
ব্রাহ্মণ, প্রস্তুত হও মমতা তেয়াগি'
জীবনের। এই বেলা লহ তবে মাগি
প্রার্থনা যা কিছু থাকে।

১২৪