পাতা:কাব্যগ্রন্থ (পঞ্চম খণ্ড).pdf/১২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
মালিনী

সুধাবৃষ্টি। “সর্ব্ব জীবে দয়া”—জানে সবে
অতি পুরাতন কথা— তবু এই ভবে
এই কথা বসি’ আছে লক্ষবর্ষ ধরি’
সংসারের পরতীরে। তা'রে পার করি'
তুমি আজি আনিয়াছ সােনার তরীতে
সবার ঘরের দ্বারে। হৃদয়-অমৃতে
স্তন্যদান করিয়াছ সে দেবশিশুরে,
লয়েছে সে নবজন্ম মানবের পুরে
তােমারে মা বলে'।—স্বর্গ আছে কোন্ দূরে
কোথায় দেবতা -কেবা সে সংবাদ জানে।
শুধু জানি বলি দিয়া আত্ম অভিমানে
বাসিতে হইবে ভালো—বিশ্বের বেদনা
আপন করিতে হ'বে,—যে কিছু বাসনা
শুধু আপনার তরে তাই দুঃখময়।
যজ্ঞে যাগে তপস্যায় কভু মুক্তি নয়-
মুক্তি শুধু বিশ্বকাজে। ফিরে গিয়ে ঘরে
সে নিশীথে কাঁদিয়া কহিনু উচ্চস্বরে—
-বন্ধু বন্ধু কোথা গেছ বহু বহু দূরে
অসীম ধরণীতলে মরিতেছ ঘুরে।—
ছিনু তা'র পত্রআশেপত্র-নাহি পাই
না জানি সংবাদ। আমি শুধু আসি যাই
রাজগৃহমাঝে;—চারিদিকে দৃষ্টি রাখি,

১১৫