পাতা:কাব্যগ্রন্থ (পঞ্চম খণ্ড).pdf/৩৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
সামান্য ক্ষতি

অতি দুর্দ্দাম কৌতুকরত
যৌবনমদে নিষ্ঠুর যত
যুবতীরা মিলি পাগলের মত
 আগুন লাগাল কুটীরে।


ঘন ঘাের ধূম ঘুরিয়া ঘুরিয়া
 ফুলিয়া ফুলিয়া উড়িল।
দেখিতে দেখিতে সে ধূম বিদারি
ঝলকে ঝলকে উল্কা উগারি
শত শত লােল জিহবা প্রসারি
 বহ্নি আকাশ জুড়িল।


পাতাল ফুঁড়িয়া উঠিল যেন রে
 জ্বালাময়ী যত নাগিনী।
ফণা নাচাইয়া অম্বরপানে
মাতিয়া উঠিল গর্জ্জনগানে,
প্রলয়মত্ত রমণীর কানে
 বাজিল দীপক রাগিণী।


প্রভাত পাখীর আনন্দগান
 ভয়ের বিলাপে টুটিল;—

৩৬৯
5--24