পাতা:কাব্যগ্রন্থ (পঞ্চম খণ্ড).pdf/৩৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
কথা ও কাহিনী

এই যে মায়ের কোল, ভয় কিরে বাপ!”—
বক্ষে তা'রে চাপি ধরি তা'র জ্বর-তাপ
চাহিল কাড়িয়া নিতে অঙ্গে আপনার
প্রাণপণে। সহসা বাতাসে গৃহদ্বার
খুলে গেল; ক্ষীণ দীপ নিবিল তখনি,—
সহসা বাহির হ’তে কল কলধ্বনি
পশিল গৃহের মাঝে। চমকিয়া নারী
দাঁড়ায়ে উঠিল বেগে শয্যাতল ছাড়ি,
কহিল, “মায়ের ডাক ওই শুনা যায়—
ও মাের দুঃখীর ধন, পেয়েছি উপায়-
তাের মা’র কোল চেয়ে সুশীতল কোল
আছে ওরে বাছা।”—জাগিয়াছে কলরােল
অদূরে জাহ্নবীজলে,— এসেছে জোয়ার
পূর্ণিমায়। শিশুর তাপিত দেহভার
বক্ষে ল'য়ে মাতা গেল শূন্য ঘাটপানে।
কহিল, “মা, মা’র ব্যথা যদি বাজে প্রাণে
তবে এ শিশুর তাপ দেগাে মা জুড়ায়ে।
একমাত্র ধন মাের দিনু তাের পায়ে
একমনে।”—এত বলি সমর্পিল জলে,
অচেতন শিশুটিরে ল’য়ে করতলে,
চক্ষু মুদি। বহুক্ষণ আঁখি মেলিল না।
ধ্যানে নিরখিল বসি, মকরবাহনা

৩৬৪